Bengal Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ! বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি বাংলার জেলায়-জেলায়...

Bengal Weather Forecast: গতকালই জানা গিয়েছে এবার মৌসুমি বাতাস একটু আগেই ঢুকছে ভারতে। ফলে বাংলাতেও বর্ষা একটু তাড়াতাড়িই ঢুকবে।

May 20, 2024, 18:05 PM IST

অয়ন ঘোষাল: বর্ষা কি পাকাপাকি এসে গেল? পাকাপাকি না এলেও তীব্র দাবদাহ কেটে আবহাওয়ার রুদ্ররূপ একটু বদলেছে। গতকালই জানা গিয়েছে এবার মৌসুমি বাতাস একটু আগেই ঢুকছে ভারতে। ফলে বাংলাতেও বর্ষা একটু তাড়াতাড়িই ঢুকবে। 

1/6

সাইক্লোনিক সারকুলেশন

পশ্চিমবঙ্গের গাঙ্গেয় উপত্যকায় একটা সাইক্লোনিক সারকুলেশন দেখা দিতে চলেছে।  

2/6

বঙ্গোপসাগরে

এই সাইক্লোনিক সারকুলেশন উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে এবং এর সন্নিহিত উত্তর ওডিশা ও পশ্চিমবঙ্গে।

3/6

নিম্নচাপ

 এর জেরে আগামী ২২ মে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হবে। 

4/6

মধ্য় বঙ্গোপসাগরে

পরে এই নিম্নচাপটি-বলয়টি উত্তরপূর্বে সরবে এবং একটি আগামী ২৪ মে নাগাদ এটি মধ্য় বঙ্গোপসাগরে একটি নিম্নচাপে পরিণত হবে।

5/6

জলীয় বাষ্প

এই সময়ে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকে পড়বে।

6/6

বঙ্গের জেলায়-জেলায়

এর জেরে পশ্চিমবঙ্গের জেলায়-জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হবে বলে জানা গিয়েছে।