অ্যান্টিবডির আয়ু থাকছে ৬ মাস, বলছে CSIR-এর সমীক্ষা

Feb 02, 2021, 12:46 PM IST
1/11

নিজস্ব প্রতিবেদন:  CSIR-এর দেশব্যাপী ৪০ কেন্দ্রের ১০৪২৭ কর্মীর ওপর সার্ভে করে।  যে গবেষণার পর হাতে যে তথ্য এসেছে তা প্রকাশ্যে এনেছে CSIR। 

2/11

সমীক্ষার পর দেখা গিয়েছে ৭৫% আক্রান্ত উপসর্গহীন। কেন্দ্রগুলি পশ্চমবঙ্গ সহ দেশের ১৭ টি জেলা ও ২ টি কেন্দ্রশাসিত অঞ্চলে। 

3/11

গবেষণা প্রতিষ্ঠানের সব কর্মীকেই রাখা হয় সার্ভের আওতায়।  

4/11

সেরো সার্ভের ফলাফলে দেখা গিয়েছে , অনেকে আক্রান্ত হয়েছেন, কিন্তু জানেন না।

5/11

সেরো সার্ভের ফলাফলে জানা যাচ্ছে - কোভিডের ৯টি উপসর্গের একটিও তাঁরা অনুভব করেননি। 

6/11

সেরো সার্ভের ফলাফলে দেখা গিয়েছে  ধূমপায়ী, শাকাহারিদের মধ্যে সংক্রমিত হওয়ার হার কম। 

7/11

গণমাধ্যম ব্যবহারকারী ও তুলনামূলক নিম্ন আর্থ- সামাজিক পরিকাঠামোয় থাকা কর্মীদের মধ্যে সংক্রমণের হার বেশি।

8/11

উল্লেখ্য, এইটা কম সময়ের সার্ভে, দীর্ঘ মেয়াদী নয়। তাই এই সার্ভের ফল একেবারেই চূড়ান্ত নয়।  অগাস্ট ও সেপ্টেম্বরে তথ্য সংগ্রহ শুরু হয়। তার ভিত্তিতে তথ্য গবেষণা করা হয়েছে। 

9/11

৯৫ শতাংশ মানুষের শরীরেই রয়েছে অ্যান্টিবডি। পরবর্তীকালে তারা কোভিডকে পরাস্ত করতে সক্ষম। 

10/11

তবে উপসর্গহীন হলেও ভ্যাকসিন নিতে হবে। কোভিড হয়ে গিয়ে থাকলেও ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দিচ্ছে ডাঃ ভৌমিক। কারণ শরীরে অ্যান্টিবডিকে বাড়াতে হবে। 

11/11

ভ্যাকসিন নিলে শরীরে কতটা অ্যান্টজেন রয়েছে, তাঁর একটা পরিমাপ জানা থাকে। প্রসঙ্গত, টিকাকরণের দিন থেকেই সমীক্ষা শুরু হয়ে গিয়েছে। যেখানে দেখা হচ্ছে কতদিন ধরে অ্যান্টিবডি থাকছে।