Anubrata Mandal: বাড়ল জেল হেফাজতের মেয়াদ, এবার পুজো জেলেই কাটবে অনুব্রতর?

Sep 21, 2023, 13:53 PM IST
1/5

জামিন অধারই। আপাতত জেলেই থাকতে হচ্ছে অনুব্রত মণ্ডলকে। গোরু পাচার মামলায় আগামী ৩১ অক্টোবর পর্যন্ত জেলেই থাকতে হবে অনুব্রতকে। এমনটাই নির্দেশ দিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। ফলে এবার পুজো জেলেই কাটাতে হচ্ছে বীরভূমের প্রাক্তন তৃণমূল জেলা সভাপতিকে।

2/5

সাংবাদিকরা অনুব্রতকে তাঁর শারীরিক অবস্থা নিয়ে প্রশ্ন করেন। ঘাড় নেড়ে শুধু হ্যাঁ বলেন অনুব্রত। অনুব্রতর অনুপস্থিতিতে বীরভূম জোল তৃণমূলের দায়িত্ব পেয়েছেন কাজল সেখ। এনিয়ে প্রশ্ন করা হলে কোনও উত্তর দেননি তিনি।

3/5

ইতিমধ্যেই অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলের জামিনের আবেদন নাকচ করে দিয়েছে আদালত।  

4/5

সোমবার অনুব্রতর আইনজীবী সওয়াল করেন, অনুব্রত মণ্ডল ১৪ মাস জেলেই কাটিয়ে দিয়েছেন। মামলার কিং পিন জামিনে পেয়ে গিয়েছেন। সেক্ষেত্রে অনুব্রতকেও জামিন দেওয়া হোক।

5/5

এদিকে, অনুব্রত জায়গায় এসেছেন কাজল সেখ। ফলে অনুব্রত তাঁর জায়গা হারাচ্ছেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। কাজলের নেতৃত্বে পঞ্চায়েত নির্বাচনও হয়ে গিয়েছে। অনুব্রতর বিরোধী বলে পরিচিত কাজল সেখকে নিয়ে আজ তাই স্বভাবতই মুখ খুলতে চাননি অনুব্রত মণ্ডল।