August Sky: অবিশ্বাস্য আগস্ট! মাস জুড়ে মহাজাগতিক মহাবিস্ময় আকাশে! রয়েছে ১৯০ বছরে মাত্র ১ বার ঘটে এমন বিরল...
Exciting August for Astronomy Enthusiasts: আকাশে মহাজাগতিক ভেলকি শুরু ৭ এবং ৮ তারিখের সংযোগকারী মধ্যরাতে। আগস্ট জুড়ে ভেলকি আকাশ! ১৯০ বছরে মাত্র ১ বার ঘটে এরকম। (তথ্য: অয়ন ঘোষাল)
অয়ন ঘোষাল: আকাশে মহাজাগতিক ভেলকি শুরু ৭ আগস্ট এবং ৮ আগস্টের সংযোগকারী মধ্যরাতে। সেদিন বুধ ও শুক্র একই কক্ষে চলে এসে পরস্পরকে 'ওভারল্যাপ' করবে। অর্থাৎ, প্রায় মিশে যাবে এই দুটি গ্রহ। পৃথিবীর আকাশে গায়ে গায়ে মিশে গিয়েছে মনে হলেও অবশ্য গ্রহ দুটির পারস্পরিক দূরত্ব বাস্তবে অনেকটাই থেকে যাবে। তবে তা বোঝার উপায় থাকবে না। 'বিআইটিএম'-এর অধিকর্তা শুভব্রত চৌধুরী পুরো বিষয়টি দিন দিন ধরে-ধরে ব্যাখ্যা করেন।
1/6
উল্কা বৃষ্টি
2/6
মঙ্গল ও বৃহস্পতি
photos
TRENDING NOW
3/6
লার্জ প্ল্যানেটারি প্যারেড
4/6
সুপার মুন ডে
5/6
লুনার অকালটেশন
6/6
মহাজাগতিক ভেলকি
২৭ আগস্ট চাঁদ এবং বৃহস্পতি গ্রহকে একেবারে কাছাকছি চলে আসতে দেখা যাবে। এই ঘটনা ঘটে ৩৯৮ দিন অন্তর। অর্থাৎ, গোটা মাস জুড়েই একের পর এক মহাজাগতিক ভেলকি। তবে সবটাই নির্ভর করছে মেঘমুক্ত আকাশ অর্থাৎ দৃশ্যমানতার উপরে। প্রসঙ্গত, ২৩ আগস্ট দিনটিকে 'ন্যাশনাল স্পেস ডে' ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। (তথ্য: অয়ন ঘোষাল)
photos