অবাক কাণ্ড! ৩টি পুরুষাঙ্গ নিয়ে জন্ম নিল সদ্যোজাত, ইতিহাসে এটাই প্রথম
Apr 04, 2021, 18:29 PM IST
1/5
নিজস্ব প্রতিবেদন: চিকিৎসা বিজ্ঞানে নথিভুক্ত রিপোর্টে এটাই প্রথম। যা ইতিহাস গড়ল। এমন ঘটনার সাক্ষী পৃথিবীর কোনও ডাক্তার আজ পর্যন্ত হয়নি বলে জানা যাচ্ছে। এই সদ্যোজাত জন্ম নিয়েছে তিনটি পুরুষাঙ্গ নিয়ে।
2/5
পৃথিবীর প্রথম কোনও মানুষ যার শরীরে থাকবে তিনটি পুরুষাঙ্গ। এই শিশুটি জন্মগ্রহণ করে ৩ মাস আগে। এই ঘটনাকে পোশাকি ভাষায় বলা হচ্ছে ট্রিফ্যালিয়া (Triphallia)।
photos
TRENDING NOW
3/5
ঘটনাটি ঘটেছে ইরাকে। ডাক্তারের বক্তব্য অনুযায়ী ওই একরত্তির মা ও বাবার নজরে আসে মূল পুরুষাঙ্গে পাশে রয়েছে দুটি অতিরিক্ত মাংশপিণ্ড। তারপরই ডাক্তারের কাছে নিয়ে আসেন তাঁরা। যার একটি স্বাভাবিক পুরুষাঙ্গের ঠিক পাশ দিয়ে গজিয়ে উঠেছিল এবং অপরটি অণ্ডকোষের নীচ থেকে তৈরি হয়েছিল। ক্রমশ ফুলে উঠছিল সেই মাংসশপিণ্ড।
4/5
ডাক্তাররা পরীক্ষা করে দেখেন, মূল অঙ্গটি কাজ করছে, বাকি দুটির সেরকম কোনও কার্যক্ষমতা নেই। তখনই বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
5/5
ইরাকের বাগদাদের দুহকে শিশুটির জন্ম হয়। এখনও পর্যন্ত শিশুটির শরীরে কোনও সমস্যা দেখা দেয়নি।