‘বাতাবি নেবু’ পছন্দ না করলেও চিনি খেতে ভালবাসে এই খুদে কাঠবিড়ালি

Nov 16, 2018, 17:36 PM IST
1/11

কাঠবিড়ালি! কাঠবিড়ালি!

Squirrel_1

বিছানার উপরে কাঠবিড়ালির বাসা। গাছের পাতা, গুটি কয়েক ডাল দিয়ে তৈরি বাসা। 

2/11

কাঠবিড়ালি! কাঠবিড়ালি!

Squirrel_2

এক ব্যক্তি ঘরের ঢুকতেই দেখেন ওই বাসার ভিতর ঘুমিয়ে কাঠবিড়ালির দুটি বাচ্ছা। 

3/11

কাঠবিড়ালি! কাঠবিড়ালি!

Squirrel_3

অদ্ভুত পরিস্থিতির মুখে পড়েন ওই ব্যক্তি। ফোন করেন বন দফতরে। 

4/11

কাঠবিড়ালি! কাঠবিড়ালি!

Squirrel_4

বন দফতরের আধিকারিক ক্রিস্টিনা এবং মাইকেল এসে দেখেন, যেখানে এই বাসা তৈরি হয়েছে, মা কাঠবিড়ালি তাদের কাছে না-ও আসতে পারে। 

5/11

কাঠবিড়ালি! কাঠবিড়ালি!

Squirrel_5

তবুও চেষ্টা করা হয় মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার। কিন্তু তাঁদের আশঙ্কাই সত্যি হল। 

6/11

কাঠবিড়ালি! কাঠবিড়ালি!

Squirrel_6

মা কাঠবিড়ালির দেখা মিলল না। দেখভালের অভাবে মৃত্যু হয় একটি বাচ্ছার। 

7/11

কাঠবিড়ালি! কাঠবিড়ালি!

Squirrel_7

এরপর আর কোনও ঝুঁকি না নিয়ে ক্রিস্টিনা এবং মাইকেল অন্য বাচ্ছাটির দত্তক নিয়ে দেখভাল শুরু করে দেন। 

8/11

কাঠবিড়ালি! কাঠবিড়ালি!

Squirrel_8

বাচ্ছাটির নাম দেওয়া হয় থাম্বেলিনা। 

9/11

কাঠবিড়ালি! কাঠবিড়ালি!

Squirrel_9

যে ভাবে নিজেদের সন্তানকে লালন-পালন করে বড় করে তুলেছেন থাম্বেলিনার ক্ষেত্রেও কোনও ত্রুটি ছিল না।

10/11

কাঠবিড়ালি! কাঠবিড়ালি!

Squirrel_10

পরম স্নেহে ‘মানুষ’ হতে লাগে সে। ওই দম্পতি তাকে সন্তান হিসাবে

11/11

কাঠবিড়ালি! কাঠবিড়ালি!

Squirrel_11

পরিচয় দেন সবার কাছে। এখন কাঠবিড়ালি অনেকটাই বড় হয়ে গিয়েছে। কাঠাবিড়ালি পেয়ারা, দুধ-ভাত, বাতাবি নেবু খায় কি-না জানা নেই, কিন্তু ওই দম্পতি জানিয়েছেন চিনি, মটরশুঁটি, অ্যাভোকাডো খেতে ভালবাসে।