Anasuya Sengupta | Cannes 2024: যাদবপুরের ছাত্রী, অঞ্জন দত্তের ছবিতে ডেবিউ, কান-এ ইতিহাস গড়লেন বাঙালি অভিনেত্রী অনসূয়া

Anasuya Sengupta wins Best Actress at Cannes: কান ফিল্ম ফেস্টিভ্যালে ইতিহাস গড়লেন কলকাতার মেয়ে, বাঙালি অভিনেত্রী অনসূয়া সেনগুপ্ত। ইউএন সার্টেন রিগার্ড সেগমেন্টে সেরা অভিনেত্রীর পুরস্কার পান তিনি। প্রথম কোনও ভারতীয় অভিনেত্রী কানের মঞ্চে এই পুরস্কার পেলেন। কে এই অভিনেত্রী? রইল তাঁর জার্নি। 

| May 26, 2024, 11:12 AM IST
1/12

অনসূয়ার জার্নি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শনিবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়া উপচে পড়ছে সুখবরে। কান ফিল্ম ফেস্টিভ্যালে ইতিহাস গড়লেন কলকাতার মেয়ে, বাঙালি অভিনেত্রী অনসূয়া সেনগুপ্ত।

2/12

অনসূয়ার জার্নি

কান ফিল্ম ফেস্টিভ্যালে ইউএন সার্টেন রিগার্ড সেগমেন্টে সেরা অভিনেত্রীর পুরস্কার পান তিনি।

3/12

অনসূয়ার জার্নি

এই প্রথম কোনও ভারতীয় অভিনেত্রী এই পুরস্কার পেলেন। তাই এই পুরস্কারের সঙ্গেই ইতিহাসে নাম লেখালেন অনসূয়া। 

4/12

অনসূয়ার জার্নি

বুলগেরিয়ান পরিচালক কনস্ট্যান্টিন বোজানভের ছবি 'দ্য শেমলেস'-এর মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি। 

5/12

অনসূয়ার জার্নি

ছবির প্রেক্ষাপট ভারত। দিল্লির এক গণিকালয় থেকে পালায় অনসূয়া অভিনীত চরিত্র। সেখান থেকেই শুরু গল্প।

6/12

অনসূয়ার জার্নি

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী অনসূয়ার বেড়ে ওঠা ও পড়াশোনা কলকাতাতেই। 

7/12

অনসূয়ার জার্নি

অঞ্জন দত্তের ছবি 'ম্যাডলি বাঙালি'-তে তানিয়া চরিত্রে সিনেমার জগতে পা রাখেন অনসূয়া। তবে এরপর আর বাংলা ছবি নয়, তিনি পাড়ি দেন মুম্বইয়ে। 

8/12

অনসূয়ার জার্নি

মুম্বইয়ে ছবির আর্ট ডিপার্টমেন্টে কাজ শুরু করেন অনসূয়া। মাসাবা মাসাবা ওয়েবসিরিজের আর্ট ডিরেকশন টিমে ছিলেন তিনি। 

9/12

অনসূয়ার জার্নি

মুম্বইয়ে দমবন্ধ লাগত অনসূয়া, তিনি সেখান থেকে পাড়ি জমান গোয়ায়। তারপর সেখানেই প্রেম ও সংসার। 

10/12

অনসূয়ার জার্নি

একদিন আচমকাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচয় হয় বুলগেরিয়ান পরিচালক কনস্ট্যান্টিন বোজানভের সঙ্গে। পরিচালক দ্য শেমলেসের মুখ্য চরিত্রের জন্য তাঁকে অফার করেন। 

11/12

অনসূয়ার জার্নি

একটি ভিডিয়ো শ্যুট করে পরিচালককে পাঠানো মাত্রই সিলেক্ট হয়ে যান তিনি। বাকিটা ইতিহাস। 

12/12

অনসূয়ার জার্নি

অনসূয়া তাঁর এই পুরস্কার ডেডিকেট করেছেন বিশ্বের নানা প্রান্তিক সম্প্রদায়কে। সমাজের অন্যান্য আলোকিত সম্প্রদায় অনৈতিকভাবে যে লড়াই প্রান্তিক মানুষদের উপর চাপিয়ে দেয়, সেই লড়াই সাহসিকতার সঙ্গে লড়ে যাওয়ার জন্য তাঁদের কুর্নিশ জানান অনসূয়া সেনগুপ্ত।