Kolkata Metro: একলাফে অনেকখানি বাড়তে চলেছে মেট্রোয় যাতায়াতে খরচ

Nov 12, 2021, 18:27 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন : মেট্রো যাত্রীদের জন্য বড় খবর। খরচ বাড়তে চলেছে মেট্রো যাত্রীদের।   

2/5

স্মার্ট কার্ডের জন্য এককালীন জমা দেওয়া টাকার পরিমাণ বাড়াচ্ছে মেট্রো। একইসঙ্গে বাড়ানো হচ্ছে সিকিউরিটি ডিপোসিটেরও টাকার অঙ্কও।  

3/5

আগে প্রথমবারের জন্য স্মার্ট কার্ড করতে গেলে ১০০ টাকা দিতে হত। এখন দিতে হবে ১২০ টাকা।

4/5

আগে সিকিউরিটি ডিপোসিট রাখতে হত ৬০ টাকা। এখন সেটা বেড়ে হচ্ছে ৮০ টাকা। অর্থাত্, দু-ক্ষেত্রেই ২০ টাকা করে বাড়াল মেট্রো।   

5/5

নয়া নিয়ম লাগু হচ্ছে এই রবিবার, ১৪ নভেম্বর থেকে।