নবান্ন অভিযানে চারপাশ থেকে মিছিল নিয়ে 'লঙ্কাকাণ্ড' বাধানোর ছক BJP-র

Oct 06, 2020, 16:15 PM IST
1/6

নিজস্ব প্রতিবেদন: মণীশ শুক্লার মৃতদেহ নিয়ে সোমবার কলকাতায় মিছিল করেছিল বিজেপি। থমকে গিয়েছিল রাজপথ। ৮ অক্টোবর, বৃহস্পতিবার নবান্ন অভিযানে তুলকালাম বাধানোর পরিকল্পনা করেছে গেরুয়া শিবির। গেরিলা কায়দায় নবান্নে যাওয়ার পরিকল্পনাও সারা। বিজেপি সূত্রে খবর, ৪টি বড় মিছিল থাকবে ওই দিন। এছাড়া থাকবে ছোট ছোট বেশ কয়েকটি মিছিল। তার মাঝেই পুলিসকে ধোঁকা দিয়ে নবান্নে ঢুকবে একটি দল। 

2/6

রাজ্য অফিস থেকে মিছিলের নেতৃত্ব দেবেন দিলীপ ঘোষ। বিজেপির রাজ্য সভাপতির নেতৃত্বে মিছিল এগিয়ে যাবে নবান্নের দিকে। 

3/6

হেস্টিংসে ব্রিজের নীচ থেকে আর একটি মিছিলে যাবে নবান্নে। কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায় থাকবেন ওই মিছিলে। থাকবেন রাকেশ সিং ও শঙ্কুদেব পণ্ডা। পরিস্থিতি দেখে কৈলাস ও মুকুলের জায়গা বদল হতে পারে।

4/6

হাওড়া ময়দানে থাকবেন রাজ্যের যুবমোর্চার সভাপতি সৌমিত্র খাঁ ও যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য। তেজস্বী সূর্য সদ্য দায়িত্ব পেয়েছেন। আর আগ্রাসী নেতৃত্ব দেন। ফলে এই মিছিলটি প্রশাসনের মাথাব্যথার কারণ হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। 

5/6

সাঁতরাগাছি থেকে মিছিলের নেতৃত্বে থাকবেন সায়ন্তন বসু ও রাজু বন্দ্যোপাধ্যায়। এছাড়াও থাকবে ছোট ছোট বেশ কয়েকটি মিছিল।              

6/6

বিজেপির কৌশল, চারপাশ থেকে মিছিল করে পুলিসকে ব্যতিব্যস্ত করে তোলা। তার ফাঁকেই গেরিলা কায়দায় নবান্নের কাছাকাছি চলে যাবে একটি মিছিল। সতর্ক পুলিসও।