গর্ভাবস্থা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের অধিকার শুধু মহিলার-ই! ৩২ সপ্তাহে গর্ভপাতের দৃষ্টান্তমূলক রায় হাইকোর্টের

Jan 23, 2023, 18:41 PM IST
1/7

৩২ সপ্তাহে গর্ভপাত!

32 Weeks Pregnancy Abortion

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অস্বাভাবিক ভ্রূণ! তাই ৩২ সপ্তাহে গর্ভপাতের দৃষ্টান্তমূলক রায় দিল বম্বে হাইকোর্ট।   

2/7

৩২ সপ্তাহে গর্ভপাত!

32 Weeks Pregnancy Abortion

আদালতের স্পষ্ট বক্তব্য, একজন মহিলারই একমাত্র অধিকার রয়েছে তাঁর গর্ভাবস্থা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার।   

3/7

৩২ সপ্তাহে গর্ভপাত!

32 Weeks Pregnancy Abortion

আল্ট্রা সোনোগ্রাফিতে ধরা পড়ে যে, গর্ভস্থ ভ্রূণের বেশ কিছু অস্বাভাবিকত্ব আছে। ওই শিশু যদি জন্মায়, তবে সে শারীরিক ও মানসিক অক্ষমতা নিয়ে জন্মাবে।   

4/7

৩২ সপ্তাহে গর্ভপাত!

32 Weeks Pregnancy Abortion

তারপরই ওই মহিলা হাইকোর্টের দ্বারস্থ হন গর্ভপাতের অনুমতি চেয়ে। যে মামলাতে আদালত গর্ভপাতের পক্ষেই মত দিল।   

5/7

৩২ সপ্তাহে গর্ভপাত!

32 Weeks Pregnancy Abortion

আদালত স্পষ্ট জানিয়ে দিল, একজন মহিলার এই অধিকার রয়েছে যে তিনি তাঁর গর্ভাবস্থা চালিয়ে নিয়ে যাবেন কি যাবেন না! 

6/7

৩২ সপ্তাহে গর্ভপাত!

32 Weeks Pregnancy Abortion

প্রসঙ্গত, মেডিক্যাল বোর্ড গর্ভপাতের বিপক্ষে মত দিয়েছিল। মেডিক্যাল বোর্ডের বক্তব্য ছিল, যদিও ভ্রূণের গুরুতর কিছু অস্বাভাবিকত্ব আছে, কিন্তু তা সত্ত্বেও তাকে 'মেরে ফেলা' যায় না!   

7/7

৩২ সপ্তাহে গর্ভপাত!

32 Weeks Pregnancy Abortion

যে মত খারিজ করে দিল বম্বে হাইকোর্টের বিচারপতি গৌতম প্যাটেল ও বিচারপতি এস জি দিগের ডিভিশন বেঞ্চ।