৮ কোটি মহিলাকে বিনামূল্যে রান্নার গ্যাসের সংযোগ দেওয়ার ঘোষণা করেছেন অরুণ জেটলি।
photos
TRENDING NOW
3/7
pf contribution
আগে প্রভিডেন্ট ফান্ডে ১২ শতাংশ জমা করতে হত মহিলা চাকরিজীবীদের। তা কমিয়ে করা হল ৮ শতাংশ।
4/7
Money save
কোনও মহিলার মাইনে প্রতিমাসে ৫০,০০০ টাকা হলে বছরে আয় ৬ লক্ষ টাকা। আগে প্রভিডেন্ট ফান্ডে ৬০০০ টাকা জমা দিতে হত। এখন ৪০০০ টাকা জমা পড়বে।ফলে প্রতিমাসে ২০০০ টাকা বাঁচছে। বছরে বাঁচছে ২৪০০০ টাকা।
5/7
Arun Jaitley annoucement
অরুণ জেটলি ঘোষণা করেছেন, ''মহিলাদের চাকরিতে উত্সাহ দিতে প্রথম ৩ বছরে ইপিএফে জমা কমানো হল। তবে চাকরিদাতার অংশ কমছে না।''
6/7
EPFO
৩ বছর ধরে নতুন কর্মীদের ইপিএফে ৮.৩৩ শতাংশ জমা করবে সরকার। বিশাল সংখ্যক মানুষ কাজ করেন, এমন ক্ষেত্রে ১২ শতাংশ দেবে সরকার।
7/7
Tax slab
কর কাঠামোয় কোনও পরিবর্তন করা হয়নি। তবে পরিবহণ ও মেডিক্যাল খরচ বাবদ বেতন থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত ছাড় পাবেন কর্মীরা।