'হিমালয় কন্যা'র প্রেমে পড়েছেন ক্রিস গেইল, ভিডিয়ো বার্তায় জানালেন নিজেই

Feb 01, 2020, 12:08 PM IST
1/5

গেইল খেলবেন নেপালে

গেইল খেলবেন নেপালে

হিমালয় কন্যা-র প্রেমে হাবুডুব খাচ্ছেন ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল। নিজেই টুইটে ভিডিয়ো বার্তা দিয়ে জানালেন সেই কথা। 

2/5

গেইল খেলবেন নেপালে

গেইল খেলবেন নেপালে

ভাবছেন, হিমালয় কন্যা আবার কে! আর হেঁয়ালি নয়। এবার সোজা কথায় আসা যাক। নেপালের ঘরোয়া টি-২০ লিগে খেলবেন বলে জানিয়েছেন গেইল। আর কে না জানে, নেপাল তো হিমালয় কন্যা! 

3/5

গেইল খেলবেন নেপালে

গেইল খেলবেন নেপালে

নেপালের মাঠে খেলতে নামার জন্য উত্তেজিত গেইল। ভিডিয়ো বার্তায় তিনি বলেছেন, ''গেইল ঝড়ের জন্য প্রস্তুত হও নেপাল। দারুন একটা কিছু হবে । শিগগির নেপালে দেখা হবে।''

4/5

গেইল খেলবেন নেপালে

গেইল খেলবেন নেপালে

ক্রিস গেইল ছাড়াও আন্তর্জাতিক ক্রিকেট তারকাদের মধ্যে আফগানিস্তানের মহম্মদ শাহজাদ এবং শ্রীলঙ্কার উপুল থারাঙ্গাকে নেপালের টি-২০ লিগে খেলতে দেখা যাবে।

5/5

গেইল খেলবেন নেপালে

গেইল খেলবেন নেপালে

কিছুদিন আগেই গেইল জানিয়েছিলেন, যতদিন সম্ভব তিনি টি-২০ ক্রিকেট খেলে যেতে চান। তবে নেপালে খেলার জন্য প্রথমে রাজি হননি গেইল। টুর্নামেন্ট আয়োজক আমির আখতার জানিয়েছেন, কয়েক মাসের চেষ্টার পর গেইল শেষমেশ রাজি হয়েছেন।