ভয়ঙ্কর বন্যায় ডুবল সেন্ট্রাল চিন, জলরুদ্ধ শহরের চিত্র দেখে শিউরে উঠল বিশ্ব

Jul 25, 2021, 19:30 PM IST
1/7

central China: সেন্ট্রাল চিন

central China: সেন্ট্রাল চিন

এমন প্রাকৃতিক বিপর্যয় চিনে কার্যত রেকর্ড তৈরি করেছে। বন্যায় ভয়ঙ্কর পরিস্থিতি সেন্ট্রাল চিনে। ডুবে গিয়েছে একাধিক এলাকা। যদিও এরই মধ্যে গাছ, নোংরা সরিয়ে উদ্ধারকাজ শুরু করেছে সে এলাকার মিউনিসিপাল কর্পোরেশনের কর্মীরা। জলের তোড়ে চুরমার হয়েছে রাস্তার পাশে রাখা গাড়ি, বাইক, স্কুটার৷ সেই সব পরিস্কারের কাজও চলছে৷ 

2/7

record floods: রেকর্ড বন্যা

record floods: রেকর্ড বন্যা

কোনও কোনও এলাকায় এতটা মারাত্মক পরিস্থিতি যে উদ্ধারকাজও ব্যাহত হচ্ছে। নৌকা নিয়েও সেই এলাকায় পৌঁছেতে পারছে না উদ্ধারকর্মীরা৷ আটকে গিয়েছে হাইরাইস বিল্ডিংয়ের প্রবেশ পথও।

3/7

china floods: জলমগ্ন চিন

china floods: জলমগ্ন চিন

ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা। ক্রমাগত ভারী বৃষ্টির জেরে জলমগ্ন একাধিক এলাকা। এক হাজার বছরে এমন প্রাকৃতিক দুর্যোগ দেখেনি চিন। ৮ জন নিখোঁজ, মৃত্যু পেরিয়েছে ৩৩৷   

4/7

Henan provience : হেনান প্রদেশ

Henan provience : হেনান প্রদেশ

হেনান প্রদেশে সাংঘাতিক আবহাওয়া চলছে। এত বৃষ্টির ভয়াবহতা এই প্রদেশ আগে কোনওদিন হয়নি। কয়েকদিনের বৃষ্টিতে এক বছরের বৃষ্টিপাতের রেকর্ড ভেঙে দিয়েছে।   

5/7

china devastation: বিধ্বস্ত চিন

china devastation: বিধ্বস্ত চিন

এদিকে এই বৃষ্টিপাতের জেরে বন্ধ হয়েছে বিদ্যুৎ ব্যবস্থা। যোগাযোগ বন্ধ৷ আপাতত গৃহবন্দী হয়ে রয়েছে এই প্রদেশের মানুষেরা।

6/7

china disaster: উদ্ধারকাজে চিনা সামরিক

china disaster: উদ্ধারকাজে চিনা সামরিক

উদ্ধারকাজে নেমেছে চিনা সামরিক বাহিনী। হাসপাতালের মধ্যে আটকে পড়েছিলেন প্রায় ৩ হাজার জন। তাদের উদ্ধার করে নিয়ে আসা হয় প্রাথমিকভাবে৷  

7/7

spine chilling pictures : শিউরে ওঠা ছবি

spine chilling pictures : শিউরে ওঠা ছবি

তবে চিন্তার বিষয় এখনই বৃষ্টিপাত কমবে না। বরং আগামী কয়েক দিন ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে পরিস্থিতি আরও জটিল হতে পারে৷