করোনায় আক্রান্ত 'চাইনিজ মারাদোনা', উদ্বেগ বাড়ল ফুটবল দুনিয়ার

Mar 21, 2020, 16:22 PM IST
1/5

করোনায় আক্রান্ত উ লেই

করোনায় আক্রান্ত উ লেই

চিনের ফুটবলপ্রেমীরা তাঁকে চাইনিজ মারাদো্না বলে ডাকেন। চিনের সেই তারকা ফুটবলার উ লেই এবার করোনায় আক্রান্ত হলেন। চিনের ফুটবল সংস্থা জানিয়েছে, উ লেই আপাতত স্পেনে। সেখানে তাঁকে আইসোলেশনে রাখা হয়েছে। 

2/5

করোনায় আক্রান্ত উ লেই

করোনায় আক্রান্ত উ লেই

২০১৮ সালে চিনের সেরা ফুটবলার হয়েছিলেন উ লেই। স্পেনের ক্লাব এসপ্যানিওলে খেলেন তিনি। ২৮ বছরের তারকা এখন রয়েছেন বার্সেলোনাতে। 

3/5

করোনায় আক্রান্ত উ লেই

করোনায় আক্রান্ত উ লেই

চিনের একমাত্র ফুটবলার হিসাবে ইউরোপের সেরা পাঁচটি লিগে খেলেছেন উ লেই। গত বছরই সাংহাই এসআইপিজি থেকে এসপ্যানিওলে গিয়েছিলেন তিনি। 

4/5

করোনায় আক্রান্ত উ লেই

করোনায় আক্রান্ত উ লেই

চিনা ফুটবল সংস্থা জানিয়েছে, উ লেইয়ের শরীরে সংক্রমণের পরিমাণ কম। তাই এখনই দুশ্চিন্তা করার মতো কিছু নেই। তাঁকে চিকিত্সাধীন রাখা হয়েছে। 

5/5

করোনায় আক্রান্ত উ লেই

করোনায় আক্রান্ত উ লেই

চাইনিজ সুপার লিগে ধারাবাহিক ভাল পারফর্ম করেছেন উ লেই। জিতেছেন সোনার বুট। চাইনিজ সুপার লিগে সর্বকালের সর্বোচ্চ স্কোরার হয়েছিলেন তিনি। করেছিলেন ১০১টি গোল।