হাজারেরও কম ফারাক একদিনে আক্রান্ত ও সুস্থের মধ্যে, আশার আলো দেখাচ্ছে মহারাষ্ট্র

Aug 05, 2020, 11:30 AM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৫২ হাজার ৫০৯ জন। যার ফলে দেশে মোট করোনা আক্রান্তর সংখ্যা ১৯ লক্ষ ছাড়াল। গোটা ভারতে এখন মোট করোনা আক্রান্ত ১৯ লক্ষ ৮ হাজার ২৫৪ জন।

2/5

দেশে করোনায় গত ২৪ ঘন্টায় ঘন্টায় প্রাণ হারিয়েছেন ৮৫৭ জন। ভারতে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৩৯ হাজার ৭৯৫।  সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ লক্ষ ৮২ হাজার ২১৫ জন। সুস্থতার হার ৬৭.১৯ শতাংশ। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫১ হাজার ৭০৬ জন। সক্রিয় করোনা আক্রান্তর সংখ্যা এখন ৫ লক্ষ ৮৬ হাজার ২৪৪।  

3/5

দেশের মধ্যে শীর্ষে এখনও মহারাষ্ট্র। সে রাজ্যে মোট করোনা আক্রান্ত ৪ লক্ষ ৫৭ হাজার ৯৫৬। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৭৬০ জন। সুস্থ হয়েছেন মোট ১২ হাজার ৩২৬ জন। এখনও পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লক্ষ ৯৯ হাজার ৩৫৬ জন। প্রাণ হারিয়েছেন ১৬ হাজার ১৪২ জন। এখন সক্রিয় করোনা রোগী ১ লক্ষ ৪২ হাজার ৪৫৮।

4/5

দেশে দ্বিতীয় স্থানে তামিলনাড়ু। তামিলনাড়ুতে মোট করোনা আক্রান্ত ২ লক্ষ ৬৮ হাজার ২৮৫। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লক্ষ ৮ হাজার ৭৮৪। প্রাণ হারিয়েছেন ৪ হাজার ৩৪৯ জন। মোট সক্রিয় করোনা রোগী ৫৫ হাজার ১৫২।

5/5

এরপরই অন্ধ্র প্রদেশ। সে রাজ্যে মোট করোনা আক্রান্ত ১ লক্ষ ৭৬ হাজার ৩৩৩। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৫ হাজার ৬২৫ জন। মোট প্রাণ হারিয়েছেন ১ হাজার ৬০৪ জন। এখন সক্রিয় করোনা রোগী ৭৯ হাজার ১০৪ জন।