Deepika Padukone: বেবিবাম্প নিয়ে নেটপাড়ায় কটাক্ষের বন্যা, মোক্ষম জবাব দীপিকার...

Deepika Padukone Pregnancy: 'কোথায় বেবিবাম্প?' এই প্রশ্নে জেরবার দীপিকা পাড়ুকোন। বারংবার তাঁর প্রেগন্যান্সি নিয়ে প্রশ্ন উঠছে নেটপাড়ায়। শুক্রবার সেই সব প্রশ্নের উত্তর দিয়ে দিলেন নায়িকা।   

| May 24, 2024, 21:35 PM IST
1/7

দীপিকার বেবিবাম্প

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দীপিকার বেবিবাম্প নিয়ে নেটপাড়ার চিন্তার শেষ নেই। নেটপাড়ায় অনেকেই দীপিকার বেবি বাম্পকে ‘ফেক’ অর্থাৎ ‘ভুয়ো’ তকমা দেন।   

2/7

দীপিকার বেবিবাম্প

নায়িকাকে শুনতে হচ্ছে অনেক কটাক্ষ। তবে শুক্রবার এক ইভেন্টে এসে সেই সব প্রশ্নের উত্তর দিয়ে দিলেন দীপিকা।   

3/7

দীপিকার বেবিবাম্প

অভিনয়ের পাশাপাশি দীপিকা পাড়ুকোনের রয়েছে একটি স্কিন কেয়ার লেবেল 82° E। তারই প্রচারে এদিন জনসমক্ষে আসেন অভিনেত্রী।   

4/7

দীপিকার বেবিবাম্প

‘ভুয়ো' বেবিবাম্পের অভিযোগ নস্যাৎ করে এদিন গর্ভবতী দীপিকার দেখা মিলল হলুদ রঙা মেটারনিটি গাউনে।   

5/7

দীপিকার বেবিবাম্প

হলুদ গাউনে মাতৃত্বকালীন জেল্লা ফেটে পড়ছে দীপিকার। হালকা মেকআপ আর বাঁধা চুলে দীপিকাকে দেখে চোখ এড়ানো দায়।   

6/7

দীপিকার বেবিবাম্প

হলুদ গাউনের সঙ্গে কানে হিরে আর মুক্তোর ছোট্ট দুলে নিজেকে সাজিয়েছেন নায়িকা।   

7/7

দীপিকার বেবিবাম্প

এই স্কিনকেয়ারের প্রচারে একটি স্টোরের মধ্যে একটি কাউন্টারের পিছনে দেখা যায় দীপিকাকে। দীপিকা মজা করে বলেন, 'আমার সেলসম্যান হওয়া উচিত। তিনি একটি পিওএস মেশিনও হাতে নিয়েছিলেন এবং স্টোরের কর্মী হওয়ার ভান করেছিলেন।