MAKE IN INDIA-য় তৈরি ‘দেশি বোর্ফস’ সোমবার হাতে পাচ্ছে সেনাবাহিনী

Apr 07, 2019, 16:50 PM IST
1/6

‘দেশি বোর্ফস’

MAKE IN INDIA-য় তৈরি ‘দেশি বোর্ফস’ সোমবার হাতে পাচ্ছে সেনাবাহিনী

বোফর্স। সেনাবিহিনীর জন্য এই কামান কেনাকে ঘিরে দেশজুড়ে প্রবল বিতর্ক হয়েছিল। কিন্তু এই বোফর্সই ভারতের কারগিল যুদ্ধজয়ের অন্যতম অস্ত্র ছিল।

2/6

‘দেশি বোর্ফস’

MAKE IN INDIA-য় তৈরি ‘দেশি বোর্ফস’ সোমবার হাতে পাচ্ছে সেনাবাহিনী

বিদেশ থেকে কেনা সেই বোফর্সের সঙ্গেই এবার ভারতীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হতে চলেছে ‘দেশি বোর্ফস’।

3/6

‘দেশি বোর্ফস’

MAKE IN INDIA-য় তৈরি ‘দেশি বোর্ফস’ সোমবার হাতে পাচ্ছে সেনাবাহিনী

এই কামানের নাম দেওয়া হয়েছে ধনুষ। আগামিকাল, সোমবারই ভারতীয় সেনাবাহিনীতে অন্তভুর্ক্ত হতে চলেছে এই কামান।

4/6

‘দেশি বোর্ফস’

MAKE IN INDIA-য় তৈরি ‘দেশি বোর্ফস’ সোমবার হাতে পাচ্ছে সেনাবাহিনী

১৫৫ এমএম/৪৫ ক্যালিবারের ধনুষ সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি। একটি কামান তৈরির জন্য খরচ হয়েছে ১৪.৫০ কোটি টাকা।

5/6

‘দেশি বোর্ফস’

MAKE IN INDIA-য় তৈরি ‘দেশি বোর্ফস’ সোমবার হাতে পাচ্ছে সেনাবাহিনী

মেক ইন ইন্ডিয়ায় এই কামান তৈরি করেছে ভারতের অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড। ধনুষ ৩৮ কিলোমাটারের মধ্যে লক্ষ্যে আঘাত হানতে সক্ষম। এর লক্ষ্যে আঘাত হানার ক্ষমতা বোফর্সের থেকে ১১ কিলোমিটার বেশি।

6/6

‘দেশি বোর্ফস’

MAKE IN INDIA-য় তৈরি ‘দেশি বোর্ফস’ সোমবার হাতে পাচ্ছে সেনাবাহিনী

দেশের প্রায় সব সীমান্তেই কাজ করতে সক্ষম ধনুষ। দেশের বিভিন্ন অংশে এজন্য পরীক্ষা করা হয়েছে। মারাত্মক ঠান্ডায় সিকিম ও লে-তে পরীক্ষা করা হয়েছে। গরমে কেমন কাজ করবে, তা দেখার জন্য পরীক্ষা করা হয়েছে ওড়িশার বালাসোর, ঝাঁসির ববিনা ও রাজস্থানের মরু এলাকা পোখরানে।