1/6
হাওড়ার সাঁকরাইলের রাজগঞ্জে পালবাড়ির পুজো
হাওড়ার সাঁকরাইলের রাজগঞ্জে পালবাড়ির পুজো শুধু হাওড়ার নয়, গোটা রাজ্যেরই অন্যতম প্রাচীন ঐতিহ্যশালী পুজো। প্রায় ১৯০ বছরের বেশি সময় ধরে এই পুজো চলে আসছে। এই বাড়ির প্রাণপুরুষ রাজারাম পাল। তিনি হাওড়ার আন্দুলের রাজবাড়ির দেওয়ান ছিলেন। ভাল কাজের জন্য রাজার থেকে ওই এলাকায় জমিদারি পান। সেই সময় রাজগঞ্জে গঙ্গার পাড়ে বাড়ি করেন। কিন্তু প্রাকৃতিক দুর্যোগে একদা গঙ্গায় তলিয়ে যায় সেই বাড়ি।
2/6
'ললিত লজ'
photos
TRENDING NOW
3/6
প্রতিপত্তি
চূড়ামণি পালের দুই ছেলে নফরচন্দ্র পাল ও সারদাপ্রসাদ পাল আর দেওয়ানি করেননি। নফরচন্দ্র ইঞ্জিনিয়ার হয়ে প্রথমে চাকরি ও পরে ব্যবসা শুরু করেন। এলাকার প্রচুর ইটভাটা তৈরি করে রেলের বিভিন্ন ডিভিশনে ইট সরবরাহ শুরু করেন। এছাড়াও বহু রকম ব্যবসা করতে থাকেন। সেই সময় থেকেই পালেদের আর্থিক প্রতিপত্তিরও শুরু। আর দুর্গাপুজোও ক্রমশ জমজমাট হতে থাকে।
4/6
বৈষ্ণব মতে পুজো
5/6
কাঁধে চাপেন দেবী
6/6
ঠাকুরদালান
photos