বাড়িতে সহজেই বানিয়ে ফেলুন জয়নগরের মোয়া, রইল রেসিপি

Jan 18, 2021, 15:36 PM IST
1/8

নিজস্ব প্রতিবেদন: কামব্যক ইনিংস খেলছে শীত। কনকনে ঠান্ডায় কাঁপছে বাংলা। বলা যায় শহরবাসীকেও কাবু করেছে। কিন্তু শীত যে একা আসে না। সঙ্গে নিয়ে এসেছে  সোয়েটার-চাদর, কেক-পেস্ট্রি থেকে খেজুর গুড়- পিঠে- জয়নগরের মোয়া।

2/8

পিঠে বাড়িতে বানানোর রেওয়াজ বাড়িতে থাকলেও মোয়া সাধারণত কিনেই খাওয়া হয়। কিন্তু  কীভাবে তৈরি হয় জিভে জল আনা জয়নগরের মোয়া জানেন? দেখে নিন পদ্ধতি...

3/8

বাংলায় দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের মোয়া না খেলে যেন শীত সম্পূর্ণ হয় না। এই মোয়া স্বাদে-গন্ধে বিখ্যাত।   

4/8

হাতের মোয়া জয়নগরের শিল্প। যুগ যুগ ধরে চলে আসা ইতিহাস আজও তরতাজা স্বাদে। 

5/8

মনে রাখবেন, জয়নগরের  বহড়ু গ্রামে যে মোয়া তৈরি হয়, সেই মোয়াই জগৎ বিখ্যাত। বর্তমানে শুধু সেখানে নয়, বাংলার বিভিন্ন জায়গায় জয়নগরের মোয়া পাওয়া যায়।   

6/8

নলেন গুড় ফুঁটিয়ে নিন। ঠান্ডা করুন। তবে উষ্ণ যেন থাকে। এরপর সেই গুড় মিশিয়ে দিন কনকচূড় ধানের খইয়ে। এর সঙ্গে ঘি, খোয়া ক্ষীর, কাজু, কিসমিস আর পেস্তা মিশিয়ে নিন।

7/8

এরপর হাতে করে পাকিয়ে গোল গোল করে নিন। গরম  থাকতে থাকতেই পাকিয়ে নিন। 

8/8

ভারত সরকারের জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই তকমা পাওয়া জয়নগরের মোয়া বানিয়ে ফেলুন াপনার রান্নাঘরে।