Exclusive Helen-Mithun: বাংলা রিয়্যালিটি শোয়ের মঞ্চে কিংবদন্তি, নাচলেন 'পিয়া তু'র সুরে

Aug 03, 2021, 23:32 PM IST
1/6

কলকাতায় কিংবদন্তি

কলকাতায় কিংবদন্তি

নিজস্ব প্রতিবেদন- কলকাতায় ঝটিকা সফরে এলেন 'ডান্সিং সেনসেশন হেলেন'। মঙ্গলবার শহরের এক স্টুডিওতে 'ডান্স ডান্স জুনিয়র, সিজন ২'-র বিশেষ পর্বে মঞ্চ মাতালেন তিনি। দেখুন, সেট থেকে পাওয়া প্রথম ছবি জি ২৪ ঘণ্টা ডিজিটালে।

2/6

মঞ্চে 'পিয়া তু' গার্ল

মঞ্চে 'পিয়া তু' গার্ল

হেলেন আসবেন, আর মঞ্চে 'পিয়া তু আব তো আ জা' বাজবে না, তাই কী হয়! সেই সুরে-তালে বিভঙ্গে নেচে উঠলেন ৮২ বছরের 'ডান্সিং সেনসেশন'। আশা ভোঁসলের গান আর হেলেনের ক্যাবারেতে আজও মুগ্ধ গোটা দেশ।

3/6

হেলেন-নস্টালজিয়া

হেলেন-নস্টালজিয়া

নস্টালজিয়ায় ভাসলেন সকলেই। বলিউডের সেই স্বর্ণযুগের নানা গল্প মেলে ধরলেন কিংবদন্তি হেলেন। 

4/6

মিঠুনের সঙ্গে যুগলবন্দি

মিঠুনের সঙ্গে যুগলবন্দি

মজায়-মশকরায় মাতলেন 'সুপারডান্সার' মিঠুন চক্রবর্তীও। হেলেনের সঙ্গে মঞ্চে উঠে শোনালেন কিছু ব্যক্তিগত গল্পও।

5/6

মঞ্চে দুই কিংবদন্তি

মঞ্চে দুই কিংবদন্তি

'পিয়া তু অব তো আ জা' গানে 'মণিকা, ও মাই ডার্লিং' বলে যখন মিঠুন এন্ট্রি নেন, তখন হাসিতে ফেটে পড়েন হেলেন। পুরনো বন্ধুত্ব, পুরনো সব দিনের কথা  মুহূর্তে চলে আসে সামনে। প্রতিযোগীরাও অবাক চোখে তাকিয়ে থাকেন দুই কিংবদন্তির দিকে।

6/6

জমে গেল ফিনালে

জমে গেল ফিনালে

স্টার জলসার 'ডান্স ডান্স জুনিয়র, সিজন ২' ক্রমশ ফিনালের দিকে এগিয়ে চলেছে। কিছুদিন আগেই সানি লিওনি এসে শুটিং করে গেছেন। শুটিং করেছেন বিখ্যাত কোরিওগ্রাফার রেমো ডিসুজাও। মঙ্গলবার অনুষ্ঠানের মাত্রা আরও একধাপ বাড়িয়ে দিলেন হেলেন।