কী কী কারণে Arranged Marriage আপনার জন্য সুখের হতে পারে?
Mar 31, 2021, 18:25 PM IST
1/7
ভারতীয় সংস্কৃতি অনুসারে মনে করা হয় যে, বিবাহ কেবল এক জন্মের নয়, সাত জন্মের বন্ধন। সম্বন্ধ করে বিয়ে দেওয়ার রীতি ভারতীয় সংস্কৃতিতে অতি প্রাচীন। এই বিবাহ রীতি অনুসারে পরিবারের তরফেই জীবনসঙ্গী খোঁজার কাজ চলে।
2/7
Arranged Marriage পরিবারের প্রত্যেকের মতামত নিয়ে হয়।
photos
TRENDING NOW
3/7
এই বিয়ের ফলে দুটো পরিবারের মানুষ একসঙ্গে তাঁদের আবেগ অনুভূতি সুখ দুঃখ ভাগ করে নেন। পাত্র বা পাত্রীর মা-বাবা এবং পরিবারের অন্যান্য সদস্যরা একত্রিত হয়ে একজন নারী বা পুরুষের হাতে তুলে দেন তাঁদের বাড়ির মেয়ে বা ছেলেকে। এই বিয়েতে পাত্র বা পাত্রীর পরিবারের সমস্ত সদস্যের সঙ্গে আলাদা একটা সম্পর্ক গড়ে ওঠে।
4/7
Arranged Marriage-এর ক্ষেত্রে সময় অনেকটা সাশ্রয় হয়, প্রেম করে নিজে যাচাই করে জীবনসঙ্গী বাছাই করতে যে সময় লাগবে তা অ্যারেঞ্জ ম্যারেজে লাগে না।
5/7
Arranged Marriage শুধুমাত্র স্বামী-স্ত্রী একে অপরের নয়, পরিবারের প্রত্যেক সদস্যের কথা চিন্তা করতে হয়।
6/7
Arranged Marriage-র ক্ষেত্রে দুই পরিবারের ব্যাকগ্রাউন্ড, স্টেটাস বা সামাজিক অবস্থান বিচার করেই বিয়ে দেওয়া হয়ে থাকে। সেখানে দুটি হৃদয়ের মিলনের চেয়েও বিয়ে দুটি পরিবারের কাছে একটা উৎসবের চেহারা ধারণ করে। এই বিয়েতে পরিবারের লোকেরা অনেক দায়িত্ব নিয়ে থাকেন।
7/7
যেহেতু Arranged Marriage-এ পাত্র-পাত্রী একে অপরের সম্পর্কে খুব বেশি কিছু জানেন না, তাঁদের কাছে একে অপরকে জানার ইচ্ছে থাকে। এতে সম্পর্ক আরও মজবুত হয়।