Date এ যেতে চলেছেন? প্রথমদিনেই কয়েকটা ভুল এড়িয়ে চলুন

Aug 02, 2021, 21:17 PM IST
1/10

কখনও দেরি করবেন না

প্রথম Date এ গিয়ে কী করবেন আর কী করবেন না তা জানেন?  Date করার তেমন কোনও নিয়ম হয় না, তবে কয়েকটা নিয়ম না মানলেই নয়, এতে আপনার পার্টনারের কাছে প্রথম দিন  ইমপ্রেশন নষ্ট করবেন না। প্রথম দিন একে অপরের সঙ্গে যেমন ব্যবহার করবেন তার উপরেই নির্ভর করবে, সম্পর্ক এগোবে কি না, কয়েকটি উপায় মাথায় রাখুন Date এর বিষয়ে, খুব বেশি মদ্যপান এড়িয়ে চলুন। 

2/10

অতীত নিয়ে কথা বলবেন না

প্রথম দিনেই নিজের অতীত বা প্রাক্তনকে নিয়ে কথা বলবেন না। অন্যদিকে তাঁর পছন্দ ও সম্পর্কে জানার চেষ্টা করুন। 

3/10

কি পরে যাবেন?

প্রথমবার ডেটে যাচ্ছেন বলে যে একেবারে ফর্মাল পরতে হবে তাঁর কোনও মানে নেই, যে পোশাকে আপনি কমফোর্টেবল, সেরকম পোশাকই পরুন। 

4/10

কি পরে যাবেন, কী কথা বলবেন, সামনের মানুষটি আসলে কীরকম, বিল কে দেবেন  এরকম হাজার  জিনিস মাথায় চলতে থাকে প্রথমবার ডেটে যাবার আগে। তাই কয়েকটা সহজ উপায় মেনে চলুন।   

5/10

অন্যদিকের মানুষটির কথাও কিন্তু মন দিয়ে শোনা উচিত, আর তিনি কোন বিষয়ে কথা বলতে চান সেদিকেও খেয়াল রাখা উচিত। 

6/10

প্রথম দিন Date এ গিয়ে phone ব্যবহার করবেন না

প্রথম দিন Date এ গিয়ে  phone ব্যবহার করবেন না।  Date এর সময় কেবলমাত্র সেই ব্যক্তিকেই সময় দেওয়া উচিত।

7/10

কোন টপিকে কথা বলা উচিত?

ডেটে গেলে প্রেমের কথাই বলতে হবে এমনটা নয়। আপনি যদি রাজনীতি নিয়ে অথবা যে কোনও পছন্দের বিষয়েও কথা বলতে পারেন। 

8/10

বিল কে দেবে?

একটা অদ্ভুত অলিখিত নিয়ম রয়েছে যে ডেটে গেলে ছেলেরাই বিল দেবে, সেটা ফার্স্ট ডেট হোক অথবা অন্য যেকোনো ডেট!  এক্ষেত্রেও অনেকসময়ে একটা অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হয় যে বিলটা কে দেবে! এরকম অবস্থায় বিলের টাকার অঙ্কটা নিজেদের মধ্যে ভাগ করে নিতে পারেন। 

9/10

কোনও কথোপকথন নিয়ন্ত্রণ করবেন না

Don’t control any conversations

প্রথম  দিনই নিজের পার্টনারকে নিয়ন্ত্রণ  করার চেষ্টা করবেন না। পার্টনারের  সঙ্গে কথা বলুন তবে উল্টোদিকে তাঁর কথাও শুনুন। প্রথম দিন বিয়ে, সন্তান, স্থায়ী হওয়া ইত্যাদি গুরুতর বিষয়ে কথা এড়িয়ে চলুন। এমনটাই জানালেন বিশেষজ্ঞ। 

10/10

অতিরিক্ত চাপ দেবেন না

Don’t overindulge

কখনও প্রথম Date এ দেরি করবেন না।