1/9
2/9
photos
TRENDING NOW
3/9
4/9
5/9
6/9
7/9
8/9
দীপিকা পাডুকোনের এই হেয়ারস্টাইলটা ট্রাই করে দেখতে পারেন। বিয়েরবাড়ির অনুষ্ঠানের জন্য এটা কিন্তু একদম পারফেক্ট। যিনি আপনাকে সাজাবেন, তাঁকে বলুন আপনার চুল এভাবে বাঁধতে। আর যদি আপনি নিজেই সাজেন তাহলে, সামনের দিক থেকে চুলে নট করে পিছনে নিয়ে যান এবং সবকটা চুলের গোছা একসাথে পিন দিয়ে সেট করে নিন। এবারে পিছন দিকের চুল নিয়ে একসাথে লো বান করে নিন। এই ধরনের হেয়ারস্টাইল যে কোনো শেপের মুখেই খুব ভালো লাগে।
9/9
দীপিকার মতো এইরকম হেয়ারস্টাইল করার জন্য চুল খুলে রাখুন আর সোজা সিঁথি কেটে মাথার সামনের অংশের চুল কানের দুপাশ থেকে মাথার পেছনদিকে নিয়ে যান। যখন সামনে থেকে মাথার পেছনদিকে চুলের গোছা নিয়ে যাবেন, বিনুনি বাঁধতে বাঁধতে নিয়ে যান। দুদিকের চুলের গোছা একসাথে করে পেছনদিকে পিন আটকে নিন যাতে চুল খুলে না যায়। আর শাড়ির সঙ্গে হেয়ারস্টাইল হিসেবে সাধারণ বিনুনি করতে পারেন।
photos