বাথরুম বা চেঞ্জিংরুমে কোনও গোপন ক্যামেরা রয়েছে কিনা বুঝবেন কীভাবে, জেনে নিন

Dec 06, 2018, 20:38 PM IST
1/6

s 6

s 6

টয়লেট থেকে চেঞ্জিং রুম। গোপন ক্যামেরার শিকার হতে পারেন যে কোনও জায়গায়। এরকম ঘটনা প্রায়ই খবরে শোনা যায়। আপনি জানতেই পারলেন না অথচ আপনার অসতর্ক মুহূর্তের ছবি চলে এল প্রকাশ্যে। জেনে নিন কীভাবে বুঝবেন কোথাও লুকানো রয়েছে কিনা কোনও ক্যামেরা।

2/6

S 5

S 5

হোটেল বা অন্য কোথাও যখন কোনও রুমে ঢুকবেন তখন সবকিছু খুঁটিয়ে দেখা সম্ভব নয়। তবুও দেখে নিন রুমের স্মোক ডিটেকটর, দরজা, ঘরের মধ্যে থাকা ফুলদানি, টেবিল ল্যাম্প, বুক সেলফ।

3/6

S 4

S 4

দেখে নিন বাথরুমের আয়না। কোনও আয়না দেওয়ালে ফ্রেমের সঙ্গে লাগানো থাকলে সেখানে কোনও ফাঁপা আওয়াজ হওয়া সম্ভব নয়। টোকা মেরে দেখে নিন। যদি ফাঁপা আওয়াজ পান তাহলে বুঝবেন ভেতরে কিছু রয়েছে।

4/6

S 3

S 3

দেখে নিন আয়নাটি টু-ওয়ে মিরর কিনা। সাধারণ আয়নায় আঙুল ঠেকালে আঙুল ও প্রতিবিম্বের মধ্যে ফাঁক থাকে। টু-ওয়ে মিররের ক্ষেত্রে তা থাকে না।

5/6

S 2

S 2

সার্ভিল্যান্স ক্যামেরা সাধারণত নাইট ভিসন হয়ে থাকে। ফলে পর্দা টেনে দিয়ে ঘর অন্ধকার করে দিলে কোনও এলইডি লাইট চোখে পড়তে পারে। ফোনের ক্যামেরা অন করে চারদিকে ঘোরান, যদি কোনও লাইট দেখতে পান তাহলে বুঝবেন কোনও ক্যামেরা রয়েছে।

6/6

s 1

s 1

মোবাইলে ফোন করার সময় ক্রাকিং সাউন্ড শুনতে পেলে সন্দেহ করা যেতেই পারে কোনও ক্যামেরা রয়েছে।