1/5
2/5
দক্ষিণ মুম্বইয়ের কোলাবায় সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হন মহেশ ভাটের মেয়ে পূজদা ভাট। সেখানেই তিনি CAA, NRC-র বিরুদ্ধে মুখ খোলেন। পূজা বলেন, চুপ করে বসে থাকার সময় আর নেই। চুপ করে বসে থাকলে, এখন আর কেউ বাঁচাতে পারবে না। লখনউ এবং শাহিনবাগে যে মহিলারা নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেছেন, তাঁদের সঙ্গে এবার একযোগে সুর চড়ানোর সময় এসেছে বলেও মন্তব্য করেন পূজা
photos
TRENDING NOW
3/5
4/5
5/5
পাশাপাশি পূজা ভাট আরও বলেন, CAA, NRC-কে কোনওভাবেই সমর্থন করেন না তিনি কারণ এই আইন তাঁর নিজের বাড়িকে ভাগ করে দেয়। প্রসঙ্গত, প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের আগেই সোনি রাজদানকে বিয়ে করেন মহেশ ভাট। সোনি এবং তিনি ধর্মান্তিরত হয়েই একে অপরের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন। সোনি রাজদানের সঙ্গে বিয়ের পর জন্ম হয় শাহিন ভাটের। শোনা যায়, মায়ের মতো শাহিনও মুসলিম ধর্ম অনুসরণ করেন।
photos