IND vs BAN | Ashwin-Jadeja: ৩৪/৩ থেকে ৩৩৯/৬! পড়ন্ত বেলায় জোড়া 'রবি'র উদয়, চিপকে রিচার্জড ভারত

IND vs BAN 1st Test, Day 1 Highlights: অশ্বিন-জাদেজার দৌলতে ভারত পিছিয়ে পড়েও অনেকটাই এগিয়ে গেল। চিপকের পড়ন্ত বেলায় জ্বলে উঠলেন দুই রবি।

Sep 19, 2024, 17:49 PM IST
1/5

দুই পড়শি দেশ নেমে পড়ল ক্রিকেট যুদ্ধে

IND vs BAN 2 Match Test Series

টস জিতে নাজমুল হোসেন শান্তরা ব্য়াট করতে পাঠিয়েছেন রোহিতদের। বাংলাদেশের বিরুদ্ধে মাত্র ৩৪ রান তুলতে গিয়ে ভারতের প্রথম তিন ব্য়াটার ড্রেসিংরুমে চলে যান! তাঁরা-রোহিত শর্মা (Rohit Sharma) (৬), শুভমন গিল (Shubman Gill) (০) ও বিরাট কোহলি (Virat Kohli) (৬)! চারে নেমে ঋষভ পন্থ (Risbah Pant) ৫২ বলে ৩৯ রান করে আউট হয়েছেন। এই চার উইকেটই নিয়েছেন বাংলাদেশের তরুণ জোরে বোলার হাসান মেহমুদ (Hasan Mahmud)! একাই কাঁধে দায়িত্ব নিয়ে টপ অর্ডারের তারকাদের গুঁড়িয়ে দিয়েছেন তিনি!  

2/5

ভারত বনাম বাংলাদেশ প্রথম টেস্ট, প্রথম দিন হাইলাইটস

IND vs BAN 1st Test, Day 1 Highlights

টস জিতে নাজমুল হোসেন শান্তরা ব্য়াট করতে পাঠিয়েছেন রোহিতদের। বাংলাদেশের বিরুদ্ধে মাত্র ৩৪ রান তুলতে গিয়ে ভারতের প্রথম তিন ব্য়াটার ড্রেসিংরুমে চলে যান! তাঁরা-রোহিত শর্মা (Rohit Sharma) (৬), শুভমন গিল (Shubman Gill) (০) ও বিরাট কোহলি (Virat Kohli) (৬)! চারে নেমে ঋষভ পন্থ (Risbah Pant) ৫২ বলে ৩৯ রান করে আউট হয়েছেন। এই চার উইকেটই নিয়েছেন বাংলাদেশের তরুণ জোরে বোলার হাসান মেহমুদ (Hasan Mahmud)! একাই কাঁধে দায়িত্ব নিয়ে টপ অর্ডারের তারকাদের গুঁড়িয়ে দিয়েছেন তিনি!  

3/5

যশস্বী জয়সওয়াল

 Yashasvi Jaiswal

রোহিতের সঙ্গে ওপেন করতে নেমে যশস্বী জয়সওয়াল ফের একবার তাঁর প্রতিভার পরিচয় দিয়েছেন। ১১৮ বলে ৫৬ রানের ইনিংস খেলেছেন ৯টি চারের সৌজন্য়ে। একের পর এক তারকারা যখন ফিরে যাচ্ছিলেন, তখন যশস্বীর একেবারে ক্রিজ কামড়ে থাকার কাজটাই করছিলেন। চলতি বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপ সাইকেলে যশস্বীর আর দরকার মাত্র ৮০ রান! তাহলেই তিনি ইতিহাস লিখবেন। ২০২৩-২৫ পর্যন্ত ডব্লিউটিসি সাইকেলে যশস্বীর রয়েছে ১০২৮ রান। ১৩২ রান করলেই তিনি টপকে যাবেন ভারতীয় দলের ব্রাত্য মহারথী অজিঙ্কা রাহানেকে। রাহানে ২০১৯-২১ সাইকেলে করেছিলেন ১১৫৯ রান। তিনিই কোনও এক ডব্লিউটিসি সাইকেলে করেছিলেন ১১৫৯ রান। ভারতীয়দের মধ্য়ে এখনও পর্যন্ত যা সর্বাধিক। রোহিত শর্মা ও রাহানে ছাড়া যশস্বীই তৃতীয় ব্য়াটার যাঁর ডব্লিউটিসি সাইকেলে ১০০০ রান রয়েছে। ২০২৩-২৫ ডব্লিউটিসি সাইকেলে যশস্বী ও ইংল্য়ান্ডের বেন ডাকেট যুগ্মভাবে সবচেয়ে বেশি রান করেছেন।   

4/5

কেএল রাহুল

KL Rahul

ছয়ে নেমে কেএল রাহুল করেছেন ৫২ বলে ১৬ রান। মেহদি হাসান মিরাজের বলে জাকির হাসানের হাতে ক্য়াচ তুলে দেন। রাহুলের মতো একজন পরিণত ক্রিকেটারের থেকে আরও অনেক পরিণত ইনিংসই প্রত্য়াশিত। তবে দীর্ঘদিন ধরেই বিবর্ণ দেখাচ্ছে লখনউ সুপার জায়েন্টের অধিনায়ককে। রাহুলের দলে জায়গা পাওয়া নিয়েও ফের প্রশ্ন উঠতে শুরু করেছে।  

5/5

অশ্বিন-জাদেজার যুগলবন্দি

 R Ashwin And Ravindra Jadeja

১৪৪ রানে ৬ উইকেট চলে যাওয়া দলটিকে খাদের কিনারা থেকে টেনে তুললেন অশ্বিন-জাদেজা। তাঁরা সপ্তম উইকেটে যোগ করলেন ১‍৯৫ রান। দিনের শেষে অশ্বিন ১০২ রানে ও জাদেজা ৮৬ রানে অপরাজিত আছেন। অশ্বিন তাঁর কেরিয়ারের ষষ্ঠ টেস্ট সেঞ্চুরির স্বাদ পেয়ে গেলেন। বুঝিয়ে দিলেন আবারও যে, বিশ্বের এক নম্বর টেস্ট বোলার প্রয়োজনে ব্য়াট হাতেও আগুন জ্বালাতে পারেন।