মাঠের বাইরেও ক্যাপ্টেন! ফুটপাতবাসীদের মুখে ভাত তুলে দিচ্ছেন কুন্তলা ঘোষ দস্তিদার

May 09, 2020, 12:15 PM IST
1/5

মানবিক কুন্তলা

মানবিক কুন্তলা

মানবিক মুখ  ভারতীয় মহিলা দলের প্রাক্তন অধিনায়ক কুন্তলা ঘোষ দস্তিদারের। চারিদিকে লকডাউন। এই অবস্থায় বেহালা, ঠাকুরপুকুর,পর্ণশ্রী  অঞ্চলের রাস্তার ধারে খোলা আকাশের নিচে থাকা অসহায় মানুষদের পাশে দাঁড়ালেন তিনি। 

2/5

মানবিক কুন্তলা

মানবিক কুন্তলা

বর্তমানে  বেহালার জয়শ্রী পার্কে থাকেন কুন্তলা ঘোষ দস্তিদার ।লকডাউনের শুরুর দিন থেকেই নিজের পাড়ার কিছু যুবককে সঙ্গে নিযে অসহায় মানুষদের কাছে রান্না করা খাবার পৌঁছে দিচ্ছেন ভারতীয় মহিলা ফুটবলের এই পরিচিত মুখ।  

3/5

মানবিক কুন্তলা

মানবিক কুন্তলা

ফুটপাতে বসবাসকারী কিছু অসহায় মানুষের পেট ভরানোর জন্য প্রত্যেকদিন নিঃশব্দে কাজ করে চলেছেন কুন্তলা ঘোষ দস্তিদার। এর আগে লকডাউনের সময় তিনি একজন নার্সকে নিজের ্স্কুটিতে করে হাসপাতালে পৌঁছে দিয়েছিলেন তিনি। 

4/5

মানবিক কুন্তলা

মানবিক কুন্তলা

জি24 ঘন্টা ডিজিটালকে তিনি জানিয়েছেন যতদিন লকডাউন চলবে, ততদিনই তিনি রাস্তায় পরে থাকা দুঃস্থ মানুষদের পাশে আছেন।

5/5

মানবিক কুন্তলা

মানবিক কুন্তলা

বাড়িতে রান্না করা ভাত, ডাল, তরকারি তিনি দুঃস্থ মানুষদের কাছে পৌঁছে দিচ্ছেন। স্থানীয় কিছু মানুষ এই প্রচেষ্টায় তাঁকে সাহায্য করছেন।