Rail News: ওয়েটিং লিস্ট তুলে দিচ্ছে রেল! তারপরেও যাত্রীদের ভাবনার কারণ নেই

Mar 25, 2024, 12:31 PM IST
1/5

বহুদিন আগে রিজার্ভেশন করে ওয়েটিং লিস্টে থাকার যন্ত্রণ ভুক্তভোগীরাই জানে। আর শেষপর্যন্ত যদি টিকিট কনফার্ম না হয়ে বেড়াতে যাওয়ার প্ল্যান ভেস্তে যায় তাহলে তার যন্ত্রণা অনেকেই টের পেয়েছেন। এমন পরিস্থিতি থেকে সাধারণ মানুষকে বের করে আনার চেষ্টা করছে কেন্দ্র।

2/5

শোনা যাচ্ছে ওয়েটিং আর নয়। পরিবর্তে মিলবে শুধুই কনফার্ম টিকিট। কিন্তু তাহলে যারা টিকিট পাবেন না তাদের কী হবে? তার ব্যবস্থায়ও করে রেখেছে রেল

3/5

কী সেই ব্যবস্থা? স্বাভাবিকভাবেই যাত্রীদের প্রযোজন মেটাতে প্রায় ১ লাখ কোটি টাকা বিনিযোগ করছে রেল। ওই বিপুল টাকা দিয়ে কেনা হবে নতুন ট্রেন।  

4/5

কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সংবাদমাধ্যমে জানিয়েছেন পুরনো ট্রেন বাতিল করে কেনা হবে ৭-৮ হাজার ট্রেন।

5/5

আগামী ৪-৫ বছরে ওই ১ লাখ কোটি টাকা বিনিয়োগ করা হবে। গোটা ব্য়বস্থা নতুন করে চালু করতে লাগবে ১৫ বছর।