৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর লাগবে না, ঘোষণা পীযূষের

Feb 01, 2019, 12:50 PM IST
1/6

লোকসভা ভোটের আগে মধ্যবিত্তদের জন্য বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পীযূষ গোয়েল। 

2/6

এদিন বাজেটে পীযূষ গোয়েল ঘোষণা করেন, ৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও কোন দিতে লাগবে না। 

3/6

পীযূষের দাবি,৬.৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ের উপরে কর দিতে হবে না। প্রভিডেন্ট ফান্ড ও অন্যান্য বিনিয়োগ করলে করে ছাড় মিলবে। গৃহঋণ, শিক্ষাঋণ, মেডিক্যাল বিমা ও অন্যান্য বিনিয়োগের উপরে কর ছাড় পাবেন মধ্যবিত্তরা। 

4/6

কর ছাড়ের ঘোষণায় ১৮,৫০০০ কোটি টাকার সুবিধা পাবেন মধ্যবিত্তরা। 

5/6

বেতনভোগীদের জন্য স্ট্যান্ডার্ড ডিডাকশন ৪০,০০০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৫০,০০০ টাকা। ৩ কোটি পেনশনপ্রাপক ও বেতনভোগীরা সুবিধা পাবেন।

6/6

পীযূষের কথায়, ''দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন করদাতারা। আপনাদের কর মা-বোনেদের সম্মান বাঁচিয়েছে। আপনাদের কর গরিবের বাড়িতে বিদ্যুত্ পৌঁছেছে। আপনাদের কর ৫০ কোটি ভাই-বোনেদের চিকিত্সার ব্যবস্থা করেছে। অবসরপ্রাপ্ত জওয়ানদের নিরাপত্তার ব্যবস্থা করেছেন করদাতারা''।