কলকাতা পুরসভার অ্যাকাউন্ট থেকে গায়েব ২৩ লক্ষ টাকা! কীভাবে?

Feb 19, 2019, 23:59 PM IST
1/5

পুরসভার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও বিশাল অঙ্কের টাকা। তুলে নেওয়া হয়েছে ২৩ লক্ষ টাকা। 

2/5

 ব্যাঙ্কের মারফত পুরসভা জানতে পারে, হরিয়ানার গুরুগ্রাম শাখা থেকে তোলা হয়েছে ২৩ লক্ষ টাকা। ঘটনার পর নিউইয়র্ক থানায় দায়ের করা হয় এফআইআর।

3/5

কীভাবে টাকা গায়েব হল? জানা গিয়েছে, ইউনিয়ন ব্যাঙ্কের মাধ্যমে লেনদেন করে কলকাতা পুরসভা। গোটা বিষয়টি দেখেন অর্থ দফতরের প্রধান। তাঁর স্বাক্ষর ক্লোন করা হয়েছে বলে অভিযোগ। জাল স্বাক্ষর দিয়ে টাকা তোলা হয়েছে।    

4/5

স্বাক্ষর ক্লোন হওয়ার জেরে আপাতত এক সপ্তাহ পুরসভার সমস্ত ব্যাঙ্কিং কাজকর্ম রদ করেছে। পুরনো চেক বাতিল করে সকলকে নতুন দেওয়া হবে।  

5/5

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। তবে ব্যাঙ্ক নিজেদের গাফিলতি স্বীকার করে টাকা মিটিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছে।