মালদায় নির্বাচনী প্রচারে বামফ্রন্ট প্রার্থী বিশ্বনাথ ঘোষ, দেখুন ছবিতে

Apr 01, 2019, 13:35 PM IST
1/5

নির্বাচনী প্রচারে সরগরম গোটা রাজ্য। ডান-বাম পদ্মশিবির জনসংযোগে ব্যস্ত সব রাজনৈতিক দল। 

2/5

সোমবার সকালে কড়া রোদকে কার্যত বুড়ো আঙুল দেখিয়েই প্রচার সারলেন উত্তর মালদা বামফ্রন্ট প্রার্থী বিশ্বনাথ ঘোষ। 

3/5

একসময় বামদের শক্ত ঘাঁটি ছিল এই এলাকা, সেই গড় ফিরে পেতেই ফের ময়দানে বাম প্রার্থী, রবিবারেও চলেছে প্রচার।

4/5

সোমবার ফের ইংরেজবাজার ব্লকের নরহাট্টা অঞ্চলের বুধিয়া বাজার থেকে বরকোল মোড় ঘুরে প্রচার করলেন বামফ্রন্ট প্রার্থী বিশ্বনাথ ঘোষ। সঙ্গে ছিলেন দলীয় কর্মীরা।

5/5

এলাকার প্রতিটি মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি আশেপাশের গ্রামগুলিও ঘুরে সকলের কথা শোনেন তিনি। হাতে আর মাত্র ১০ দিন। রাজনৈতির দলগুলির শেষ মূহুর্তের প্রস্তুতি তুঙ্গে। ভোটবাজারে কার পাল্লা ভারী তার জানান দিতেই চলছে জোরদার লড়াই।