শিয়ালদহ থেকে ছাড়বে ভ্রাম্যমান Vaccine স্পেশাল ট্রেন Arogya,টিকা পাবেন কর্মী ও তাঁর পরিবার

Jun 28, 2021, 11:51 AM IST
1/9

অয়ন ঘোষাল: পূর্ব রেল চালু করল ভ্রাম্যমান ভ্যাকসিন স্পেশাল ট্রেন। নাম আরোগ্য। শিয়ালদা স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে আজ (সোমবার) যাত্রা শুরু করবে এই ট্রেন।

2/9

ডি আর এম ইন্সপেকশন ট্রেনের কামরাকে ভ্যাকসিন মোবাইল ভ্যান তৈরি হয়েছে বলে জানানো হয়েছে রেলের তরফে।  

3/9

কামরা দু ভাগ করে একদিকে তৈরি করা হয়েছে ভ্যাকসিন সেন্টার, ওপর দিকে অবজারভেশন রুম তৈরি করা হয়েছে। যেখানে ভ্যাকসিন নেওয়ার পর ৩০ মিনিট অপেক্ষা করতে হবে। 

4/9

ভ্যাকসিন দেওয়া হবে পূর্ব রেলের বিভিন্ন ডিভিসনের কর্মীদের। অফিসেই ফর্ম ফিল আপ করে নিজেদের ভ্যাকসিনের স্লট বুক করতে হবে সমস্ত কর্মীকে। তাঁদেরকেই এই আরোগ্য সেন্টার ট্রেনে ভ্যাকসিন দেওয়া হবে।

5/9

জানা যাচ্ছে, কোভিশিল্ড দেওয়া হবে। আজ প্রথম ডোজ দেওয়া হচ্ছে কর্মীদের। বি আর সিং হাসপাতালের ভ্যাকসিন টিম এই কোচে ভ্যাকসিন দেবে বলে জানা গিয়েছে।

6/9

পূর্ব রেলের ৬০ শতাংশ কর্মীর ভ্যাকসিনের প্রথম ডোজ হয়ে গিয়েছে। বাকি ৪০ শতাংশ কর্মী, তাঁদের পরিবারের সদস্য, অবসরপ্রাপ্ত কর্মী, তাঁদের পরিবারের সদস্যদের ভ্যাকসিন দেবে রেল।

7/9

প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে এই আরোগ্য যানে ভ্যাকসিন দেওয়া হবে। রাজ্য সরকার এই ভ্যাকসিন প্রক্রিয়ায় অনুমোদন দিয়েছে। 

8/9

বি আর সিং হাসপাতালের ভ্যাকসিন পরিকাঠামো থাকবে এই কামরায়। আসানসোল, মালদার মতো ডিভিসনেও আরোগ্য ট্রেন ঘুরবে।

9/9