এবার 'মোহনবাগান রত্ন' সম্মানে সম্মানিত হতে চলেছেন কে?
Jul 13, 2020, 21:41 PM IST
1/6
বর্তমান করোনা পরিস্থিতিতে বাতিল করা হল ২৯ জুলাই এর মোহনবাগান দিবসের অনুষ্ঠান। তবে প্রতিবছরের মতো কিংবদন্তিদের সম্মানিত করার ট্র্যাডিশন অবশ্য বজায় রাখছেন সবুজ-মেরুন কর্তারা।
2/6
এবছর মোহনবাগান রত্ন পাচ্ছেন কিংবদন্তি হকি তারকা গুরবক্স সিং আর প্রাক্তন ক্রিকেটার পলাশ নন্দী। ২০০৭ সালের পর এই প্রথম মোহনবাগান রত্ন পাওয়া কেউই ফুটবলের সঙ্গে যুক্ত নন।
photos
TRENDING NOW
3/6
মোহনবাগানের হয়ে ১৩ বছর হকি খেলেছিলেন এশিয়ান গেমসে সোনা জয়ী ভারতীয় দলের সদস্য গুরবক্স সিং। অন্যদিকে সবুজ মেরুন জার্সি গায়ে ১৭ বছর ক্রিকেট খেলেছেন পলাশ নন্দী। তারপর ৮ বছর কোচিংও করিয়েছেন। বলা চলে মোহনবাগানের ঘরের ছেলে তিনি।
4/6
লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পাচ্ছেন প্রাক্তন হকি তারকা অশোক কুমার, প্রাক্তন ফুটবলার প্রণব গাঙ্গুলি আর প্রাক্তন অ্যাথলিট মনোরঞ্জন পোড়েল।
5/6
গত মরশুমের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পাচ্ছেন যোসেবা বেইটিয়া। প্রথম বছরেই সেরা ফুটবলারের পুরস্কার জিতে উচ্ছ্বসিত স্প্যানিশ মিডফিল্ডার। স্পেন থেকে তিনি জানাচ্ছেন সতীর্থ, কোচ ভিকুনা আর সাপোর্ট স্টাফদের সাহায্য ছাড়া এই পুরস্কার জেতা সম্ভব ছিল না।
6/6
করোনা পরিস্থিতি উদ্বেগজনক! তাই সম্মানীয় ক্রীড়া ব্যক্তিত্বদের বাড়ি গিয়ে পুরস্কার হাতে তুলে দেবেন মোহনবাগান কর্তারা।