মহিলাদের সম্পর্কে অশ্লীল মন্তব্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা জাতীয় মহিলা কমিশনের

Jan 15, 2019, 15:09 PM IST
1/8

জাতীয় মহিলা কমিশনের পদক্ষেপ

JU-1

বিতর্কিত মন্তব্যের জেরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কনক সরকারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল জাতীয় মহিলা কমিশন। জানা গিয়েছে, বিশ্ববিদ্যালের উপাচার্যের সঙ্গে সাক্ষাত করবে জাতীয় মহিলা কমিশনের এক প্রতিনিধি দল।

2/8

জাতীয় মহিলা কমিশনের পদক্ষেপ

JU-2

এমনকি তদন্ত খতিয়ে দেখে আইনি পদক্ষেপ করার আর্জি জানিয়ে রাজ্য পুলিস প্রশাসনের কাছে চিঠি দিয়েছে কমিশন। অধ্যাপকের কুরুচিকর মন্তব্যে বিক্ষোভ জানাচ্ছেন যাদবপুরের পড়ুয়ারা। 

3/8

জাতীয় মহিলা কমিশনের পদক্ষেপ

JU-3

উপাচার্যের সঙ্গে দেখা করবেন তাঁরা। উল্লেখ্য, ফেসবুকে মহিলাদের সম্পর্কে অশ্লীল মন্তব্য করে একাধিক পোস্ট করেন যাদবপুরের অধ্যাপর কনক সরকার। 

4/8

জাতীয় মহিলা কমিশনের পদক্ষেপ

JU-4

ফেসবুক পোস্টে কনক সরকার লিখেছেন, সিল না করা নরম পানীয়ের বোতল বা বিস্কিট প্যাকেট কিনবেন? কুমারী মেয়েকে স্ত্রী হিসেবে পাওয়ার সুবিধা বোঝে না বোকা ছেলেরা। 

5/8

জাতীয় মহিলা কমিশনের পদক্ষেপ

JU-5

তিনি আরও লিখেছেন, জন্মের সময় থেকে প্রাকৃতিকভাবে সিল করা থাকে মেয়েরা। ...

6/8

জাতীয় মহিলা কমিশনের পদক্ষেপ

JU-6

...কুমারী মেয়ের অর্থ মূল্যবোধ, সংস্কৃতি এবং স্বচ্ছতা। অনেক ছেলেরাই মনে করেন, কুমারী মহিলা পরীর মতো। 

7/8

জাতীয় মহিলা কমিশনের পদক্ষেপ

JU-7

আর একটি পোস্টে কনক সরকার লিখেছেন, কুমারিত্ব, নীতিজ্ঞান ও সততা সামাজিক মূল্যবোধ। বিবাহ পর্যন্ত একজন মহিলার কুমারী থাকা প্রয়োজন। তেমনই একজন পুরুষকেও ব্রহ্মচারী থাকতে হবে।

8/8

জাতীয় মহিলা কমিশনের পদক্ষেপ

JU-8

কিন্তু দুর্ভাগ্যবশত, বিয়ের আগেই কুমারিত্ব হারাচ্ছেন মেয়েরা এবং ব্রহ্মচর্য হারাচ্ছেন পুরুষরা। এটা তাঁদের অজ্ঞতা এবং ইতিবাচক মূল্যবোধের অভাব প্রতিফলিত করছে।