নিজস্ব প্রতিবেদন : বুখারেস্ট থেকে ভারতীয় পড়ুয়াদের নিয়ে গাজিয়াবাদের হিন্দন এয়ারবেসে এসে পৌঁছেছে ভায়তীয় বায়ুসেনার চতুর্থ C-17। এদিন সকাল সোয়া ৮টা নাগাদ ১৮০ জন যাত্রীকে নিয়ে ভারতে এসে পৌঁছয় বায়ুসেনার বিমান। যাঁদের মধ্যে বেশিরভাগই ইউক্রেনে পড়তে যাওয়া পডুয়া।
2/6
এয়ারলিফ্ট অপারেশন
যুদ্ধরত ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারে 'অপারেশন গঙ্গা' নামে এয়ারলিফ্ট অপারেশন চালাচ্ছে ভারতীয় বায়ুসেনা। এখনও পর্যন্ত মোট ৭৯৮ জন ভারতীয়কে হাঙ্গেরি, পোল্যান্ড ও রোমানিয়া থেকে দেশে ফিরিয়ে এনেছে IAF।
photos
TRENDING NOW
3/6
মোট ৭৯৮ জনকে উদ্ধার
এদিন ইউক্রেন ফেরত ভারতীয়দের অভ্যর্থনা জানাতে টারম্যাকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অজয় ভাট। ফুল দিয়ে শুভেচ্ছা জানান 'যুদ্ধজয়' করে ফেরা পড়ুয়া সহ ভারতীয়দের।
4/6
প্রতিবেশী দেশগুলি থেকে উদ্ধার
ইউক্রেনের এয়ারস্পেস বন্ধ থাকায়, আটকে পড়া ভারতীয়দের প্রতিবেশী দেশগুলির মধ্যে দিয়ে উদ্ধার করা হচ্ছে। জানা গিয়েছে, আজ বায়ুসেনার আরও ৩টি বিমানের পড়শি দেশগুলি থেকে ভারতীয়দের নিয়ে ফেরার কথা।
5/6
আফগানিস্তান থেকেও এয়ারলিফ্ট
প্রসঙ্গত, সাম্প্রতিককালে আফগানিস্তান থেকেও একইভাবে এয়ারলিফ্ট করে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করে নিয়ে এসেছে ভারতীয় বায়ুসেনার এই C-17।
6/6
অক্সিজেন কন্টেইনার বহন
এমনকি, ২০২১-এ করোনার সেকেন্ড ওয়েভের সময় বিশাল সংখ্যায় অক্সিজেন কন্টেইনার বহনের ক্ষেত্রেও বড় ভূমিকা নিয়েছিল এই C-17।