Paracetamol Risk: ইচ্ছে মতো প্যারাসিটামল খান! নিজেই নিজের বিপদ ডেকে আনছেন না তো?

কী বলছেন চিকিৎসকরা?

Feb 08, 2022, 19:54 PM IST
1/6

করোনা কালে প্যারাসিটামল খাওয়ার বহর বেড়েছে

Cororna Paracetamol

নিজস্ব প্রতিবেদন: করোনা কালে প্যারাসিটামল (Paracetamol) খাওয়ার বহর বেড়েছে। তবে সাবধান করছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, প্যারাসিটামল (Paracetamol) বেশি খেলে আসতে পারে মহাবিপদ।

2/6

খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন

Take Doctor's suggestion

বিশেষজ্ঞদের মতে, হার্ট অ্যাটাক বা স্ট্রোকের আশঙ্কা রয়েছে এমন ব্যক্তিদের প্যারাসিটামল  (Paracetamol) খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন।

3/6

১১০ জন ব্যক্তির উপর একটা সমীক্ষা

University of Edinburgh

উচ্চ রক্তচাপ রয়েছে এমন ১১০ জন ব্যক্তির উপর একটা সমীক্ষা করেছে University of Edinburgh। দু'সপ্তাহ ধরে প্রত্যেক দিন তাঁদের চারটি করে প্যারাসিটামল  (Paracetamol) খাওয়ানো হয়। দেখা যায় ওই সমস্ত রোগীদের রক্তচাপ উল্লেখযোগ্য ভাবে বেড়ে গিয়েছে।

4/6

হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়ে

Heart Attack chance

উচ্চ রক্তচাপযুক্ত রোগীদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা প্রায় ২০ শতাংশ বেড়ে যায়। 

5/6

হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়ায় প্যারাসিটামল

Paracetamol Risk

বিশেষজ্ঞদের মতে, উচ্চ রক্তচাপযুক্ত রোগীদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়িয়ে দেয় প্যারাসিটামল  (Paracetamol)। তাই চিকিৎসকদেরও প্যারাসিটামল  (Paracetamol) এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন তাঁরা। 

6/6

কখন খাবেন প্যারাসিটামল

Paracetamol when to eat

বিশেষজ্ঞদের মতে, জ্বর বা মাথা যন্ত্রণা হলে চিকিৎকের পরামর্শ নিয়ে প্যারাসিটামল  (Paracetamol) খাওয়া যায়। কিন্তু তেমন কোনও কারণ ছাড়া খাওয়া উচিত নয়।