সিনেমা নয় সত্যি,রাস্তায় রাস্তায় খাবার বিলি করছে স্পাইডারম্যান

Apr 28, 2020, 11:41 AM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: সিনেমার পর্দা থেকে একেবারে বাস্তবের রাস্তায়। করোনা সংক্রমণএর জেরে এই প্রায় বিশ্বব্যাপি লকডাউনের মাঝে খাদ্যের সমস্যা দেখা দিয়েছে অনেকের মাঝে। সেই খাদ্যের সমস্যা মেটাতে বাড়ি বাড়ি খাদ্যদ্রব্য দিয়ে যাচ্ছে স্পাইডার ম্যান।

2/5

এভাবেই মানুষের পাশে দাঁড়াচ্ছে সিনেমার হিরো। তবে এখানে কোনও মানুষ শত্রু নয়। এখানে শত্রু নোভেল করোনাভাইরাস। সেই অদৃশ্য শত্রুর জেরেই লকডাউন। আর তার জেরেই অনাহার। সেই অনাহারের সুরাহা করতেই ফিলিপিনসের রাস্তায় সুপারহিরো।  

3/5

আদপে স্পাইডার ম্য়ানের পোশাক পরিহিত এই যুবকের নাম ডেন গেরেমো। সে আসলেই বাস্তবের সুপারহিরো। স্পাইডারম্যানের পোশাক শুধুই ছদ্মবেশ।

4/5

ডেন সকলের হাতে তুলে দিয়েছেন সবজি ও তার সঙ্গে একাধিক খাদ্যসামগ্রী। যার দরুন কিছু খাবার পেটে পড়বে এই কঠোর সময়ে।

5/5

ডেনের এই প্রচেষ্টা ইতিমধ্যে নজর কেড়েছে অনেকের। লাল-নীল স্পাইডার ম্যানের বেশে করোনা শত্রুকে কাত না করতে পারলেও ডেন অনেকাংশেই পেসিজ শহরের খাদ্যাভাব কমাতে উদ্যোগী হয়েছে।