নিক ডায়াবেটিক আর আমার অ্যাস্থমা রয়েছে'', কোয়ারেন্টাইন জীবন নিয়ে বললেন প্রিয়াঙ্কা

Oct 16, 2020, 14:28 PM IST
1/7

করোনার মত বিশ্ব মহামারীর আবহে কেমন কেটেছে কোয়ারেন্টাইন জীবন? সম্প্রতি এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মুখ খুলেছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস।

2/7

প্রিয়াঙ্কার কথায়, ''খুবই সাবধানে কাটাতে হয়েছে, কারণ, নিক ডায়াবেটিক, (ডায়াবেটিস টাইপ ১ ধরা পড়েছে) আর আমার অ্যাস্থমা রয়েছে, তাই খুবই নিরাপদে, সাবধানতা অবলম্বন করে কাটাতে হয়েছে।''

3/7

প্রসঙ্গত, আমাজন প্রাইমে মুক্তি পেয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার হোম প্রোডাকশনের 'Evil Eye' ছবিটি। যেটি দর্শকরা বেশ পছন্দ করছেন।

4/7

লকডাউনে অবশ্য কাজ থেকে বিরতি নেননি প্রিয়াঙ্কা চোপড়া। লকডাউনের মধ্যেও হোম প্রোডাকশনের একাধিক কাজ নিয়ে তিনি ব্যস্ত ছিলেন।

5/7

প্রিয়াঙ্কার কথায়, নিক আর আমি দুজনেই লকডাউনে বাড়িতেই বিভিন্ন কাজ করেছি। বাড়িতে থাকলেও আমাদের কাজ থেমে থাকেনি।

6/7

প্রসঙ্গত, ২০১৯-এর ফেব্রুয়ারি মাসে মার্কিন পপ গায়ক নিক জোনাসের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন 'দেশি গার্ল' প্রিয়াঙ্কা চোপড়া। তারপর থেকে তিনি মার্কিন মুলুকেরই বাসিন্দা।

7/7

প্রসঙ্গত, প্রিয়াঙ্কাকে শেষবার ফারহান আখতারের 'দ্যা স্কাই ইজ পিঙ্ক' ছবিতে দেখা গিয়েছে।