Rupam Islam| Sonam Wangchuk: সোনম ওয়াংচুক থেকে সন্দেশখালি, প্যালেস্টাইন...মঞ্চ থেকে প্রতিবাদে রূপম!
Rupam Islam: রবিবার ছিল রূপম ইসলামের ৫৭ তম একক। মঞ্চ থেকেই 'ফোনে আড়িপাতা, বিনা বিচারে জেল, নতুন কিছু আইন প্রণয়ন, বিশালাকার মূর্তি স্থাপন, মন্দির তৈরি, ইমারত ভেঙ্গে মৃত্যু...' একের পর এক বিষয়ে প্রতিবাদ জানালেন রূপম। এদিনের মঞ্চ থেকেই লাদাখের পরিবেশ সংগ্রামী সোনম ওয়াংচুকের পাশে দাঁড়ালেন রূপম।
1/10
রূপম একক
2/10
রূপম একক
photos
TRENDING NOW
4/10
রূপম একক
5/10
রূপম একক
6/10
রূপম একক
7/10
রূপম একক
8/10
রূপম একক
9/10
রূপম একক
10/10
রূপম একক
পরিচালক পারমিতা মুন্সী সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'আজ নজরুল মঞ্চে, হাউসফুল হলে তুই সোনম ওয়াংচুকে নিয়ে কথা বললি। কেউ তো বলছে না। তুই বললি। আমার জানার মধ্যে তুই প্রথম পাবলিক ফিগার, যে ওনাকে নিয়ে বললি! এর বাইরেও স্পষ্ট করলি নিজের অবস্থান। কোনও রঙ গায়ে না মেখেও যে পপুলার ম্যাজিক তৈরী করা যায়, তার নিদর্শন তুই।'
photos