সাংবাদিক গৌরী লঙ্কেশকে খুন করেছে হিন্দুত্ববাদী সংগঠন সনাতন সংস্থা: সিট

Nov 24, 2018, 15:40 PM IST
1/6

s 6

s 6

সাংবাদিক গৌরী লঙ্কেশ খুনের ষড়যন্ত্রে ফের আঙুল উঠল কট্টর হিন্দুত্ববাদী সংগঠন সনাতন সংস্থার দিকে। আদালতে পেশ করা দ্বিতীয় চার্জশিটে এমনই দাবি করেছে তদন্তকারী স্পেশাল ইনভেস্টিগেশন টিম-সিট।

2/6

S 5

S 5

চার্জশিটে বলা হয়েছে গৌরী লঙ্কেশকে খুন করার জন্য ৫ বছর ধরে পরিকল্পনা করা হয়। তার পরেই ওই ঘটনা ঘটানো হয়।

3/6

S 4

S 4

মামলায় বিশেষ আইনজীবী এস বালান সংবাদমাধ্যমে বলেন, লঙ্কেশ ও খুনিদের মধ্যে কোনও ব্যক্তিগত শত্রুতা ছিল না। যা ছিল তা হল আদর্শের সংঘাত। লঙ্কেশ যা বিশ্বাস করতেন সেটাই লিখতেন।

4/6

S 3

S 3

গত মে মাসে এই ঘটনায় প্রথম চার্জশিট পেশ করে সিট। খুনের তদন্তে এখন আরও সময় চাইল সিট।

5/6

S 2

S 2

গত বছর ৫ সেপ্টেম্বর নিজের বাড়ির সামনেই গুলিতে খুন হন বামপন্থী মনোভাবাপন্ন সাংবাদিক গৌরী লঙ্কেশ। এনিয়ে তোলপাড় গোটা দেশ।

6/6

s 1

s 1

এখনও পর্যন্ত ওই খুনের ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে শ্যুটার পরশুরাম ওয়াগমারে, মূল চক্রী অমোল কালে, সুজিথ কুমার ও অমিত দেগওয়েকর।