Shahrukh পুত্র বাড়ি ফেরায় মন্নত-এ আগাম দীপাবলি, আতসবাজি নিয়ে হাজির অনুরাগীরা

Oct 30, 2021, 15:42 PM IST
1/6

মন্নতে অনুরাগীদের ভিড়

SRK Fan's at Mannat

দীর্ঘ ২৬ দিন পর অবশেষে প্রত্যাবর্তন। শাহরুখ পুত্র আরিয়ানের 'মন্নত'-এ ফেরাটা হল রাজকীয় ভাবেই। শুক্রবার রাত থেকেই মন্নতের সামনে উপচে পড়ছিল অগণিত মানুষ আর সংবাদ-মাধ্যমের ভিড়। প্ল্যাকার্ড হাতে যেন 'রাজপুত্র'-কে স্বাগত জানানোর অপেক্ষা করছিলেন অনুরাগীরা। 

2/6

জেল থেকে বের হন আরিয়ান

Aryan Khan released from Jail

আর্থার রোড জেল থেকে বের হওয়ার পর অবশেষে শনিবার সকালে ছেলে আরিয়ানকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরেন শাহরুখ-গৌরী। তারকা দম্পতির গাড়ি ঘিরে নিরাপত্তা বেষ্টনী থাকলেও অনুরাগীদের ভিড় যেন বাঁধ মানছিল না। 

3/6

আলোয় সেজে উঠেছে মন্নত

টানা ২৬ দিন ধরে নিঃস্তব্ধ মন্নত বৃহস্পতিবার থেকেই প্রাণ ফিরে পেতে শুরু করে। শুক্রবার রাত থেকেই আলো দিয়ে সাজিয়ে তোলা হয় শাহরুখ-গৌরীর প্রাসাদোপম মন্নত। যেন সেখানে আগাম দীপাবলি উদযাপন শুরু হয়ে যায়। 

4/6

মন্নতের বাইরে সেলিব্রেশন

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

শাহরুখ-গৌরী নন, প্রিয় তারকার ছেলের বাড়ি ফেরার মন্নতকে উৎসব মুখর করে তোলে তাঁদের অনুরাগীরা। শুক্রবার রাত থেকেই ঢাক, ঢোল, আতসবাজি নিয়ে হাজির হন অনুরাগীরা। 

5/6

মন্নতের বাইরে হনুমান চাল্লিশা পাঠ

 শাহরুখ পুত্রর বাড়ি ফেরের খবরে এক সাধুকে আবার মন্নতের বাইরে বসে হনুমান চালিশা পাঠ করতে দেখা যায়। 

6/6

বোম্বে হাইকোর্টের নির্দেশ

Bombay High Court Order

প্রসঙ্গত, জামিন পেলেও আরিয়ান খানকে বেশকিছু শর্ত মেনে চলার নির্দেশ দিয়েছে বোম্বে হাইকোর্ট। যেমন আরিয়ান এই মুহূর্তে দেশের বাইরে বের হতে পারবেন না। প্রতি শুক্রবার NCB- অফিসে হাজিরা দিতে হবে।