Songkran: জলের উৎসব 'সংক্রান'-এ মাতল কলকাতা...

দ্য ট্যুরিজম অথরিটি অফ থাইল্যান্ড, নিউ দিল্লি আয়োজন করেছিল 'সংক্রান'। সংক্রান আসলে একটি জলের উৎসব, এই দিন থেকে শুরু হয় থাই নতুন বছর।

Apr 12, 2024, 15:00 PM IST
1/5

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দ্য ট্যুরিজম অথরিটি অফ থাইল্যান্ড, নিউ দিল্লির যুগলবন্দীতে এসক্যাল ইন্টারন্য়াশনাল কলকাতা আয়োজন করেছিল 'সংক্রান', যা আসলে থাই নববর্ষ।

2/5

মার্চ মাসের ৩০ তারিখ এই অনুষ্ঠানে উদযাপিত হয়েছে কলকাতার দ্য প্রাইড প্লাজা হোটেলে।

3/5

সংক্রান আসলে একটি জলের উৎসব, এই দিন থেকে শুরু হয় থাই নতুন বছর। জলের লড়াই এবং স্ট্রীট পার্টি হলো এই উৎসবের মূল আকর্ষন।

4/5

প্রাইড প্লাজায় আয়োজন করা এই উৎসব আসলে কলকাতারতেই নিয়ে এসেছিল সংক্রানের আমেজ।

5/5

এই উৎসব থাই ঐতিহ্য, খাওয়াদাওয়া এবং আতিথেয়তা উপভোগ করার জন্য শ্রেষ্ঠ।