বিচারব্যবস্থার উপর ভরসা হারিয়ে এনকাউন্টার! প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা
Dec 06, 2019, 18:25 PM IST
1/9
তবে এই এনকাউন্টার বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতার দিকে আঙুল তুলে দিয়ে গেল।
2/9
প্রত্যেক অপরাধীর আইনের মাধ্যমে বিচার পাওয়ার অধিকার আছে
photos
TRENDING NOW
3/9
আত্মরক্ষার্থে পুলিস পায়ে গুলি করল না কেন? এনকাউন্টারে মেরে ফেলতে হল কেন? কাউকে কি আড়াল করার চেষ্টা?
4/9
ঘটনার পুনর্নির্মাণে গিয়ে পুলিস কেন পর্যাপ্ত প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়নি?
5/9
কিন্তু আইনের কারবারিরা কিছুতেই সমর্থন করতে পারছেন না এই সাজা। তাঁদের দাবি, বিচারব্যবস্থার প্রতি আস্থা রেখে, আইনের শাসনেই কঠোরতম সাজা দেওয়া উচিত ছিল। একাধিক প্রশ্ন তুলছেন তাঁরা।
6/9
সাইবারাবাদ পুলিস কমিশনার তথা এনকাউন্টার স্পেশালিস্ট সজ্জনারের প্রশংসা, পুলিসের ওপর পুষ্পবৃষ্টি, হাতে রাখি পরিয়ে দেওয়া, বাজি ফাটিয়ে উল্লাস চারিদিকে।
7/9
কিন্তু গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে বিচার এবং সাজার আগেই গোটা ঘটনায় দাঁড়ি পড়ে গেল।
8/9
শিউরে ওঠার মতো তেলেঙ্গানার এই ঘটনার পর উত্তাল হয়ে ওঠে দেশ। চার অভিযুক্তের কঠোরতম সাজার দাবিতে গর্জে ওঠে গোটা দেশ।
9/9
ন্যক্কারজনক গণধর্ষণ, গলা টিপে খুন, খুনের পর ফের গণধর্ষণ এবং মৃত্যু নিশ্চিত করতে পেট্রল ঢেলে জ্বালিয়ে দেওয়া।