Srijit Mukherji’s New Film: ফার্স্ট লুকেই চমক! ১২ চরিত্র নিয়ে সৃজিতের নতুন ছবি...

Srijit Mukherji’s New Film: সম্প্রতি পরিচালক সৃজিত মুখোপাধ্যায় তাঁর নতুন ছবির শ্যুটিং শেষ করেছেন। ছবির জন্য টলিপাড়ার কাস্টিং করা ১২ জন অভিনেতাদের ছবি প্রকাশ্যে এনেছেন।

Jun 28, 2024, 11:40 AM IST
1/12

অরুন্ধতীর চরিত্রে সৌরসেনী

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সৃজিত মুখোপাধ্যায়ের ছবি নিয়ে দর্শকের কৌতূহল বরাবরের। সম্প্রতি পরিচালক তাঁর নতুন ছবির শ্যুটিং শেষ করেছেন।

2/12

সুমিতের চরিত্রে ঋত্বিক

ছবির জন্য টলিপাড়ার কাস্টিং করা ১২ জন অভিনেতাদের ছবি প্রকাশ্যে এনেছেন।

3/12

আবিরের চরিত্রে সুহোত্র

সৃজিত এই ছবির শুটিং করার সময় শোনা গিয়েছিল, ছবির নাম ‘সত্যি বলে সত্যি কিছু নেই’।

4/12

সাদিকের চরিত্রে রাহুল

যদিও প্রযোজনা সংস্থা সূত্রে খবর, ছবিটির শিরোনাম এখনও চূড়ান্ত হয়নি। তবে খুব তাড়াতাড়ি এই ছবিটির মুক্তির দিনক্ষণ প্রকাশ্যে আসবে।  

5/12

হাবুলের চরিত্রে ফাল্গুনী

এই ছবিতে অভিনয় করছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, ফাল্গুনী চট্টোপাধ্যায়, কৌশিক সেন, অনির্বাণ চক্রবর্তী।

6/12

সত্যর চরিত্রে পরমব্রত

আরও আছেন অনন্যা চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, অর্জুন চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, রাহুল বন্দ্যোপাধ্যায় ও সুহোত্র মুখোপাধ্যায়।

7/12

ধিমানের চরিত্রে কৌশিক সেন

‘এক রুকা হুয়া ফয়সলা’ ছবি থেকে অনুপ্রাণিত হয়ে নতুন এই ছবির পরিকল্পনা করেছেন পরিচালক।

8/12

ব্রজ-র চরিত্রে কৌশিক গঙ্গোপাধ্যায়

ছবির প্রসঙ্গে সৃজিত জানিয়েছেন, ছবিতে সবার সঙ্গে কাজ করতে পেরে অসাধারণ অভিজ্ঞতা হয়েছে। বিশেষ করে অনন্যা ও সৌরসেনীর সঙ্গে আমার প্রথম কাজ। 

9/12

তাপসের চরিত্রে কাঞ্চন

তিনি আরও জানান, পরমব্রতের সঙ্গেও অনেক দিন পর আবার কাজ করলাম। আশা করি দর্শকের কাছে খুব তাড়াতাড়ি এই ছবি নিয়ে আসতে পারব।

10/12

কৌশিকের চরিত্রে অর্জুন

ভারতীয় গণমাধ্যমকে সৃজিত জানান, ‘শুটিং শেষ। এ রকম অভিনেতাদের সঙ্গে কাজ করতে গিয়ে অসাধারণ অভিজ্ঞতা হয়েছে। বিশেষ করে অনন্যা ও সৌরসেনীর সঙ্গে আমার প্রথম কাজ। পরমব্রতের সঙ্গেও অনেক দিন পর আবার কাজ করলাম।’  

11/12

আগরওয়ালের চরিত্রে অর্নিবান

ছবিতে তারকারা একেবারে ভিন্ন লুকে ধরা দিয়েছে। যা প্রত্যাশার পারদকে আরও বাড়িয়ে তুলেছে।

12/12

রূপার চরিত্রে অনন্যা

এবার শুধু অপেক্ষার পালা ছবি মুক্তির দিন নিয়ে।