হাতে ঢোল, নীল-সাদা জামায় মুখে 'হরে কৃষ্ণ হরে রাম' নাম শুভেন্দুর

Nov 30, 2020, 15:04 PM IST
1/6

নিজস্ব প্রতিবেদন : হাতে ঢোল, মুখে 'হরে কৃষ্ণ, হরে রাম' সংকীর্তন। রাস উত্সবে নীল-সাদা জামায় ধরা পড়লেন এক্কেবারে অন্য মেজাজে অন্য শুভেন্দু।  

2/6

প্রতি বছর নন্দীগ্রাম বাসস্ট্যান্ডের কাছে রাস মেলা বসে। রাস উৎসব কমিটির আয়োজিত সেই মেলায় প্রতিবারই অংশ নেন শুভেন্দু অধিকারী। 

3/6

এবারও সেই উত্সবে যোগ দেন শুভেন্দু অধিকারী। এদিন রাস উৎসবের সূচনা করে রাস মেলার ঐতিহ্য বর্ণনা করেন শুভেন্দু। তুলে ধরেন রাস উত্সবের গানের মাহাত্ম্যের কথা। 

4/6

এরপরই নিজে হাতে ঢোল তুলে নেন তিনি। সমবেতভাবে যোগদান করেন হরিনাম সংকীর্তনে, "হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে।"

5/6

কীর্তন গানের সঙ্গে ঢোল বাজিয়ে রীতিমতো নাচতেও দেখা যায় তাঁকে। তবে স্বাভাবিকভাবেই এদিন অরাজনৈতিক রাস উত্সবের মঞ্চ থেকে কোনও রাজনৈতিক বার্তা দেননি তিনি।

6/6

এদিন রাস উত্সবে যাঁরা উপস্থিত ছিলেন, তাঁদের উদ্দেশে তিনি একটাই কথা বলেন। শুভেন্দু অধিকারী বলেন, তিনি সঙ্গে ছিলেন এবং আগামী দিনেও থাকবেন।