Ramakrishna Mission: প্রায় ১৩০ বছর আগে আর্তসেবার বীজমন্ত্র বপন করা হল বাগাবাজরের এই বাড়িতে...

১৮৯৭ সালের আজকের দিনে অর্থাৎ পয়লা মে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন স্বামী বিবেকানন্দ।

May 01, 2024, 12:33 PM IST
1/6

রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা

অয়ন ঘোষাল: ১৮৯৭ সালের আজকের দিনে অর্থাৎ পয়লা মে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন স্বামী বিবেকানন্দ। আজ রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা দিবস। -তথ্য ও ছবি-অয়ন ঘোষাল

2/6

রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা

উত্তর কলকাতার যে বাড়িতে স্বামী ব্রহ্মানন্দ মহারাজ কে মিশন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রথম অধ্যক্ষ নির্বাচিত করা হয়েছিল, তা হয়েছিল বাগবাজারের বলরাম বসুর এই বাড়ির এই হলঘরে মিটিংয়ের পর। -তথ্য ও ছবি-অয়ন ঘোষাল

3/6

রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা

এই বাড়ি পরবর্তী কালে বলরাম বসু মিশনকে দান করেন। বাড়ির নাম হয় বলরাম মন্দির। সহ অধ্যক্ষ স্বামী যোগানন্দ কে সঙ্গে নিয়ে এই বাড়ি থেকেই মিশনের জয়যাত্রা শুরু হয়। যা সন্যাসীর পাশাপাশি বিশ্বের কোটি কোটি গৃহী ভক্তকেও পরবর্তী কালে রামকৃষ্ণ মঠ ও মিশনের ভাবধারায় অনুপ্রাণিত করেছে। -তথ্য ও ছবি-অয়ন ঘোষাল

4/6

রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা

এখনও নিরন্তর করে চলেছে। ঠাকুর রামকৃষ্ণ বলতেন খালি পেটে ধর্ম হয়না। আর বিবেকানন্দ বলতেন ঈশ্বরের কোনো গণ্ডি হয়না। এই দুটি ভাবধারা কে সামনে রেখে অভুক্ত মানুষের জন্য অন্ন সেবা এবং সর্বস্তরের সমস্ত মানুষের মধ্যে আর্তের সেবার মন্ত্র বীজ বপন করার কাজ চলছে সেই ১৮৮৭ সাল থেকেই। -তথ্য ও ছবি-অয়ন ঘোষাল

5/6

রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা

সঙ্গে ভগিনী নিবেদিতার সেবা ধর্ম যোগ হয়ে রামকৃষ্ণ মঠ ও মিশন আজ বিশ্বের অন্যতম বড় NGO হিসেবে কাজ করে চলেছে আর্তের সেবায়। বাগবাজারের এই দু কাঠা জমির দোতলা কোঠা বাড়িতেই জন্ম নিয়েছিল বিশ্বজনীন ভাবধারার বিপ্লব। -তথ্য ও ছবি-অয়ন ঘোষাল

6/6

রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা

আজ এই বিশেষ দিনের তাৎপর্য ব্যাখ্যা করলেন বলরাম মন্দিরের অধ্যক্ষ স্বামী সর্বভূতানন্দ। কেন আজও রামকৃষ্ণ মঠ ও মিশনের গুরুত্ব যুব সমাজের কাছে অপরিসীম তার ব্যাখ্যা দিলেন রামকৃষ্ণ গবেষক অধ্যাপক গোপেন্দ্র চৌধুরী। -তথ্য ও ছবি-অয়ন ঘোষাল