Paris Olympics 2024: প্যারিস কাঁপাচ্ছেন ভারতের এই ছয় কন্যা! চিনে নিন একঝলকে...

Paris Olympics 2024: অলিম্পিকের যাত্রার শুরুতেই মাত করল ছয় কন্যা। মনু থেকে সিন্ধু পদকের লড়াইয়ে রমরমা যেন মেয়েদের। 

Jul 29, 2024, 18:31 PM IST
1/7

প্যারিস অলিম্পিক ২০২৪

Paris Olympics 2024

অলিম্পিকের যাত্রার শুরুতেই মাত করল ছয় কন্যা। প্যারিস জুড়ে ভারতের নারীশক্তির জয়জয়কার চারিদিকে। মনু থেকে সিন্ধু পদকের লড়াইয়ে রমরমা মেয়েদের। 

2/7

মনু ভাকের

Manu Bhaker

দুরন্ত এক দাপটের সঙ্গে ভারত শুরু করল তার অলিম্পিক যাত্রা। ভারতের হয়ে প্রথম পদক আনল মনু ভাকের। মনুর ব্রোঞ্জ ভারতের লক্ষ্যের পথকে আরও প্রশস্ত করল। 

3/7

রমিতা জিন্দাল

Ramita Jindal

অলিম্পিকের সেরার লড়াইয়ে দ্বিতীয় দিনের শেষে উজ্জ্বল হয়ে উঠল আরেক নাম। রমিতা জিন্দাল, ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে পৌঁছলেন এই তরুণী। 

4/7

পিভি সিন্ধু

PV Sindhu

ভারতের সোনার মেয়ের পিভি সিন্ধুর এবার লক্ষ্য অলিম্পিকে সোনার পদক জয়। সিন্ধু তাঁর প্যারিসের যাত্রা শুরু করলেন এক দুরন্ত ছন্দে। প্রথম ম্যাচে মাত্র ২৯ মিনিটের লড়াইয়ে শেষে, প্রায় নিশ্চিহ্ণ করে দিলেন মালদ্বীপের ফাতিমাত মাবাহাকে। 

5/7

নিখাত জারিন

Nikhat Zareen

ব্যডমিন্টনের পাশাপাশি সাফল্য নিয়ে এসেছে বক্সিংও। ৫০ কেজির বিভাগে নিখাত জারিন রবিবার দিন প্রথম রাউন্ডে অনায়াসে হারালেন জার্মানির প্রতিযোগী ম্যাক্সি ক্রিনাকে। 

6/7

মানিকা বাত্রা

Manika Batra

ভারতীয় মহিলা দলের অলিম্পিক যাত্রার শুরুতেই টেবিল টেনিস বোর্ডে ঝড় তুললেন ভারতের মহিলা মহল। বিশ্বের তালিকায় ২৮ নম্বরে থাকা মানিকা বাত্রা তাঁর প্রথম ম্যাচে ৪-১ এ পরাজিত করেছেন গ্রেট ব্রিটেনের অ্যানা হার্সকে। 

7/7

সৃজা আকুলা

Sreeja Akula

হায়দরাবাদের অলিম্পিক প্রতিযোগী সৃজা আকুলা, তাঁর প্রথম দিনের প্রতিযোগীতার শেষে ৪-০ ফলাফলে হারিয়ে দেন সুইডেনের ক্রিশ্চিনা কার্লবার্গকে। অলিম্পিকের দ্বিতীয় দিনের শেষে মহিলাদের দাপট নজর কাড়ল প্যারিসে।