পায়ের নীচে বালি আবার হাত বাড়ালেই বরফ! কোথায় গেলে পাবেন এমন আশ্চর্য সৈকত?

Hokkaido Beach in Japan: আপনি কি সমুদ্র ভালো বাসেন, না কি পাহাড়? নোনা বাতাসের মাঝে হেঁটে বেড়াতে ভালোবাসেন, নাকি, চান হাত বাড়িয়ে বরফ ছুঁতে?

| Mar 09, 2023, 17:47 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আপনি কি সমুদ্র ভালো বাসেন, না কি পাহাড়? নোনা বাতাসের মাঝে হেঁটে বেড়াতে ভালোবাসেন, নাকি, চান হাত বাড়িয়ে বরফ ছুঁতে?

1/6

দূরে কোথাও

না, এ দুয়ের মাঝে কোনও বিরোধ নেই। আপনি চাইলে এই দুটোই একসঙ্গে পেতে পারেন। আর এজন্য তেমন দূরেও আপনাকে ছুটতে হবে না। 

2/6

হোক্কাইডো বিচ

জাপানেই রয়েছে এরকম একটা জায়গা। জাপানের হোক্কাইডো বিচ। গত ডিসেম্বরেই এই বিচের একটি ছবি নজর কেড়েছে নেটপাড়ার। 

3/6

একদিকে বালি আর অন্যদিকে বরফ!

ছবিতে দেখা গিয়েছে, একজন ওই বিচে হেঁটে বেড়াচ্ছেন। তাঁর একদিকে বালি আর অন্যদিকে বরফ!  

4/6

গ্লোবাল জিওপার্ক

সৈকতটি পশ্চিম জাপানে অবস্থিত। এটি ইউনেসকো গ্লোবাল জিওপার্ক হিসেবে ঘোষিত।    

5/6

সমুদ্র তুষার বালি

সমুদ্র সৈকত আর তুষার; নোনা বাতাস আর শৈত্য; বালি আর বরফ! আক্ষরিক অর্থেই অসাধারণ এক বিচ। 

6/6

অভূতপূর্ব এ সৈকতে

নেক্সট ভেকেশনের জন্য এসকেপ করতে চাইছেন, প্রস্তুতি নিচ্ছেন মনে-মনে? তা হলে আর দ্বিধায় না ভুগে সটান চলে যান অভূতপূর্ব এই সৈকতে।