GI Tag on Bengal Handloom Saree: তাঁতিদের মুখে হাসি, বাংলার তিন শাড়ি পেল GI স্বীকৃতি...

Mamata Banerjee: বাংলার তিন হ্যান্ডলুম শাড়ি পেল জিওগ্রাফিকাল ইন্ডিকেশন (GI)-এর তকমা। বাংলার এই প্রাপ্তিতে আনন্দিত বাংলার তাঁতিরা। বৃহস্পতিবার তাঁদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

| Jan 04, 2024, 19:55 PM IST
1/7

টাঙ্গাইল

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলার ঐতিহ্যময়ী বালুচরী, শান্তিপুর ও ধনিয়াখালির তাঁতের শাড়ি ইতোমধ্যেই জিওগ্রাফিকাল ইন্ডিকেশন (GI)-এর তকমা পেয়েছিল৷  

2/7

টাঙ্গাইল

এবার সেই তালিকায় যুক্ত হল টাঙ্গাইল, কোরিয়াল ও গরদ শাড়ি।  

3/7

গরদ

অবশেষে বৃহস্পতিবার নদীয়া ও পূর্ব বর্ধমানের টাঙ্গাইল পেল জিআই স্বীকৃতি।  

4/7

গরদ

শুধুমাত্র টাঙ্গাইলই নয়, জিওগ্রাফিকাল ইন্ডিকেশন (GI)-এর তকমা পেল মুর্শিদাবাদের কোরিয়াল ও বীরভূমের গরদ।  

5/7

কোরাল

লাল পাড় সাদা গরদে বর্তমানে এসেছে নানা বৈচিত্র্য। এমনকী লাল পাড় সাদার বদলে এখন অনেক জনপ্রিয় নানা রঙের গরদ।    

6/7

কোরাল

জিআই তকমা পেলে তাঁতিদের আইপিআর সুরক্ষিত যেমন থাকে, তেমনই অন্যান্য জায়গার যাঁরা ওই নির্দিষ্ট পণ্য তৈরি করে বিক্রি করেন, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যায়৷ এমনকী, জিআই তকমা পাওয়া পণ্যগুলির রপ্তানি বাজারও সুরক্ষিত থাকে৷  

7/7

মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা

এক্স হ্যান্ডেলে তাঁতিদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।