লাগামছাড়া করোনা সংক্রমণ, ২৪ ঘণ্টায় ৮৬ % বাড়ল আক্রান্তের সংখ্যা

Mar 11, 2021, 14:17 PM IST
1/7

নিজস্ব প্রতিবেদন: ২৪ ঘণ্টার করোনা রিপোর্ট দেখে শঙ্কিত স্বাস্থ্য মন্ত্রক।  একধাক্কায় বাড়ল ৮৬ শতাংশ আক্রান্তের সংখ্যা। ২০২১ সালে এই প্রথম এক দিনের মধ্যে হু হু করে বাড়ল আক্রান্তের সংখ্যা। 

2/7

জানা গিয়েছে, একদিনে দেশে ২২,৮৫৪ জনের শরীরে পাওয়া গিয়েছে করোনা ভাইরাস। ভাইরাসের পর এই সংখ্যা এখনও পর্যন্ত সর্বোচ্চ বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। 

3/7

মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১৩,৬৫৯ জন। কেরলে ২৪৭৫ জন। পাঞ্জাবে ১৩৯৩ জন। কর্নাটকে ৭৬০জন, গুজরাটে ৬৭৫ জন তামিলনাড়ুতে ৬৭১ জন। 

4/7

আজ করোনাকে মহামারী ঘোষণার বর্ষপূর্তি। ঠিক এই সময় থেকেই দাপট দেখাতে শুরু করে করোনা। এই বর্ষপূর্তি ফের বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। 

5/7

করোনার গতিপথ ঠিক কোনদিকে তা ভাবাচ্ছে স্বাস্থ্য মন্ত্রককে। শৃঙ্খল ভাঙতে মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় আংশিক ভাবে জারি হয়েছে লকডাউনের বিধিনিষেধ। কিন্তু তবুও নিয়ন্ত্রণে নেই সংক্রমণ। 

6/7

প্রসঙ্গত, নতুন স্ট্রেনের দাপটেই এই সংক্রমণ কিনা তা এখনও বোঝা যাচ্ছে না।   

7/7